এখন পড়ছেন
হোম > অন্যান্য > বিপক্ষের মুখে থুথু দেওয়ার জন্য ৫টি গেমের জন্য মাঠ থেকে নির্বাসিত হলেন এই ফুটবল মহাতারকা

বিপক্ষের মুখে থুথু দেওয়ার জন্য ৫টি গেমের জন্য মাঠ থেকে নির্বাসিত হলেন এই ফুটবল মহাতারকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি খেলায় বুন্দেসলিগায় হফেনহিমের প্রতিপক্ষের মুখে থুথু দেওয়ার কারণে পাঁচটি গেমের জন্য মাঠ থেকে নির্বাসন পেলেন বরুসিয়া মেনচেংলাবাচের স্ট্রাইকার মার্কাস থুরাম। সোমবার জার্মান ফুটবল ফেডারেশনের তরফে এই নিষেধাজ্ঞার বিষয়টি জানান হয়েছে। সেইসঙ্গে নির্বাসনের আওতায় কি কি পড়বে সেই সম্পর্কেও জানান হয়েছে বলেই জানা গেছে।

বস্তুত, জার্মানি কাপ এবং বুন্দেসলিগায় খেলা এবং আরও এক-খেলার নিষেধাজ্ঞা সমেত সামনের বছর ২১শে ডিসেম্বর অবধি ভাল আচরণের শর্তে তাঁর খেলা স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে সোমবার ফেডারেশন কর্তৃক থুরামকে ৪০,০০০ ইউরো ($ ৫০,০০০) জরিমানাও করা হয়েছে বলে জানা গেছে। তবে ফরাসী খেলোয়াডের এই জরিমানা একটি সামাজিক কারণে দান করা হবে বলেও জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রবিবার গ্ল্যাডব্যাচের ক্রীড়া পরিচালক ম্যাক্স ইবারেল জানান, এই ঘটনাটি ফরাসী বিশ্বকাপজয়ী লিলিয়ান থুরামের পুত্র থুরামের ক্ষেত্রে প্রযুক্ত হতে পারে না। কারণ তাঁর কথায়, গুয়েনগ্যাম্প থেকে এই ক্লাবে যোগ দেয়া এই খেলোয়াড় শ্রেষ্ঠত্ব অর্জনে দাবি রাখে। সেইসঙ্গে এর আগেও ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশের জন্য থুরম প্রশংসনীয় হয়েছিলেন। তাই তাঁর এই আচরণ ক্রীড়াবিদরা সহজে মেনে নিতে পারছেন না বললেই চলে।

অন্যদিকে, এই ঘটনার প্রতিক্রিয়ায়, শনিবার রাতে তিনি ইনস্টাগ্রামে ক্ষমা চান। সেখানে তাঁকে লিখতে দেখা যায়, “আজ এমন কিছু ঘটেছিল যা আমার চরিত্রের মধ্যে নেই এবং কখনও ঘটতে হবে না। আমি প্রতিপক্ষকে ভুল উপায়ে প্রতিক্রিয়া জানিয়েছিলাম এবং দুর্ঘটনাক্রমে কিছু ঘটেছিল এবং ইচ্ছাকৃতভাবে হয়নি”। সেইসঙ্গে থুরাম সকলের কাছে ক্ষমাও চান।

সেখানে তিনি আরো বলেন যে, “আমি প্রত্যেকের কাছে, স্টিফান পোসচকে, আমার বিরোধীদের কাছে, আমার সতীর্থদের কাছে, আমার পরিবারের কাছে এবং যারা আমার প্রতিক্রিয়া দেখেছেন তাদের কাছে ক্ষমা চাইছি। অবশ্যই, আমি আমার অঙ্গভঙ্গির সমস্ত পরিণতি গ্রহণ করি। ” তবে ক্ষমা চাইলেও এই ঘটনায় আপাতত তাঁকে নির্বাসনের দরজা দেখানো হয়েছে বলেই জানান হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!