এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মাথার চিকিৎসা করানো উচিত” প্রচারে বেরিয়ে মমতাকে পরামর্শ শুভেন্দুর!

“মাথার চিকিৎসা করানো উচিত” প্রচারে বেরিয়ে মমতাকে পরামর্শ শুভেন্দুর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে রবিবার প্রচারে গিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে নন্দীগ্রামে আন্দোলনের কথা তুলে ধরে অধিকারী পরিবারকে আক্রমণ করেছেন তিনি। এবারের লড়াইটা নন্দীগ্রামে কিছুটা অন্যরকম। ভবানীপুর ছেড়ে এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তার প্রাক্তন সৈনিক শুভেন্দু অধিকারী এখানে বিজেপি প্রার্থী। স্বাভাবিক ভাবেই চাপ ক্রমশ বাড়ছে দুই দলের মধ্যে।

আর এই পরিস্থিতিতে শেষ মুহূর্তে লড়াইয়ের ময়দানে জমজমাট করে তুলতে প্রচারে জোরকদমে ঝাঁপিয়ে পড়েছে দুই রাজনৈতিক দল। রবিবার প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় “বাপ বেটার পারমিশন ছাড়া কেউ এখানে ঢুকতে পারত না” বলে বিস্ফোরক অভিযোগ করেছেন। অর্থাৎ তিনি যে তার মন্তব্যের মধ্যে দিয়ে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে এবার এই বিষয়ে মুখ খুলে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসা করার পরামর্শ দিলেন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার শেষের দিন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে অধিকারী পরিবারকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, এদিন তার জবাব দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ওনার তাড়াতাড়ি মাথার চিকিৎসা করানো উচিত। যে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেন, তার কোনো কথার প্রসঙ্গে কোনো উত্তর দেব না। বেগমের কথার কোনো উত্তর নেই। উত্তর 1 তারিখে নন্দীগ্রাম দেবে। আর 2 মে গণনায় বুঝে যাবেন।” অর্থাৎ নিজের বক্তব্যের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়ে কার্যত শোরগোল তুলে দিলেন শুভেন্দু অধিকারী।

বিশ্লেষকরা বলছেন, শুভেন্দু অধিকারী সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার পাল্টা কোনো যুক্তি না দিয়ে উল্টো তৃণমূল নেত্রীকে খাটো করার চেষ্টা করলেন। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে। ওনার চিকিৎসা করানো উচিত বলে প্রতিপক্ষকে কার্যত কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করলেন। স্বাভাবিক ভাবেই শেষ মুহূর্তে প্রচারে অভিযোগ পাল্টা অভিযোগ কেন্দ্র করে এখন রীতিমত জমে উঠেছে রাজনীতি। তবে যার জন্য এই অভিযোগ-পাল্টা অভিযোগ, সেই ভোটবাক্স খোলার পর কারা শেষ হাসি হাসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!