এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাঠে-ময়দানে নয়, বাড়ি থেকেই কাজ করবেন পুলিশকর্তারা! নয়া নির্দেশে বাড়ছে জল্পনা!

মাঠে-ময়দানে নয়, বাড়ি থেকেই কাজ করবেন পুলিশকর্তারা! নয়া নির্দেশে বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দুর্গাপুজো হোক বা ঈদ, করোনা পরিস্থিতি হোক বা অন্য যে কোনো সময়, মানুষ যখন উৎসব আনন্দের মধ্যে থাকে এবং বিপদে গৃহবন্দী থাকে, তখন রাস্তায় থাকে পুলিশ প্রশাসন। প্রতিমুহূর্তে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পুলিশ প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। তবে এবার সেই পুলিশকর্তাদের কিছুটা স্বস্তি দিতে সপ্তাহের মধ্যে একদিন তারা যাতে বাড়ি থেকে কাজ করার সুযোগ পান, তার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন পাত্র।

জানা গেছে, প্রতিটি থানার ওসি এবং অতিরিক্ত ওসিরা সপ্তাহে একদিন করে বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন। স্বাভাবিক ভাবেই পারিবারিক আনন্দ থেকে শুরু করে উৎসব, সমস্ত কিছুকে কাটিয়ে পুলিশ প্রশাসনকে সব সময় ময়দানে থাকতে হত। কিন্তু সেদিক থেকে সপ্তাহে একদিন বাড়িতে থেকে কাজ করার সুযোগ রীতিমত কলকাতা পুলিশের আওতাভুক্ত বিভিন্ন থানার ওসি এবং অতিরিক্ত ওসিদের যে অনেকটাই উজ্জীবিত করবে, তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, এদিন একটি ভার্চুয়াল বৈঠক করেন কলকাতা পুলিশের কমিশনার সৌমেন পাত্র। যেখানে ডিভিশনাল ডিসিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। আর সেই বৈঠক থেকেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন কলকাতা পুলিশের কমিশনার। অর্থাৎ এখন থেকে ওসি এবং অতিরিক্ত ওসিরা সপ্তাহে এক দিন বাড়ি থেকে তাদের কাজ করতে পারবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে বাড়িতে থাকলেও, তাদের যে তাদের কর্ম পদ্ধতি সম্পর্কে প্রতি সময় অবহিত থাকতে হবে, সেই ব্যাপারটিও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এদিন এই প্রসঙ্গে পুলিশকর্তা বলেন, “বাড়ি থেকে কাজ করলেও কেউ কলকাতার বাইরে যেতে পারবেন না। এমনকি সব সময় যাতে ওই অফিসারকে ফোনে পাওয়া যায়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।”

বিশেষজ্ঞরা বলছেন, আইন-শৃঙ্খলা থেকে শুরু করে উৎসবে বিভ্রাট, যে কোনো বিষয়ে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তোলেন সাধারন মানুষ। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও প্রশ্নের মুখে দাঁড় করানো হয় সেই পুলিশ প্রশাসনকে। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সেই পুলিশ প্রশাসনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্ষেত্রে মানুষ যখন উৎসব আনন্দে থাকে, তখন এই পুলিশ প্রশাসন পাহারাদার হিসেবে মানুষের পাশে দাঁড়ায় বলেও জানিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু তারপরেও বিভিন্ন জায়গায় হালকা কর্তব্যে অবিচল হলেই সেই পুলিশ প্রশাসনের দিকে প্রশ্নবোধক চিহ্ন এসে পড়ে। আর এই পরিস্থিতিতে এবার সপ্তাহে একদিন বাড়িতে থেকে কাজ করার সুযোগ দিয়ে কিছুটা হলেও পরিবারের সঙ্গে মিশে যাতে রিলিফ পান পুলিশ-কর্মীরা, সেই চেষ্টাই করলেন কলকাতা পুলিশের কমিশনার। যাকে স্বাগত জানাচ্ছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!