এখন পড়ছেন
হোম > জাতীয় > মাত্রাছাড়া ভাবে বাড়ছে করোনা, আসতে চলেছে আরও খারাপ পরিস্থিতি, সতর্ক করল কেন্দ্র

মাত্রাছাড়া ভাবে বাড়ছে করোনা, আসতে চলেছে আরও খারাপ পরিস্থিতি, সতর্ক করল কেন্দ্র


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশের করোনা পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। চলতি সপ্তাহেই দৈনিক করোনা সংক্রমণ ১ লক্ষ্যর গন্ডি অতিক্রম করেছিল। গত ২৪ ঘন্টায় দেশের মোট করোনা সংক্রমণ আবার ১ লক্ষের গণ্ডি অতিক্রম করেছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা সংক্রামিত হয়েছেন ১ লক্ষ ১৫ হাজার ৩১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাতে মৃত্যু ঘটেছে মোট ৬৩০ জন মানুষের। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৫৯ হাজার ৭১৪ জন। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে ৫৫ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘন্টার করোনা সংক্রমণ কপালে চিন্তার ভাজ ফেলে দিয়েছে বিশেষজ্ঞ ও কেন্দ্রের। আগামী কয়েক সপ্তাহের করোনা সংক্রমণ আরো ভয়াবহ আকার নিতে পারে বলে, সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানালেন, গত বছরের তুলনায় এ বছর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে, যার জন্য দায়ী হলো মানুষের অসচেতনতা। মাস্ক পরা ছেড়ে দিয়েছেন অনেকেই, অনেকেই মানছেন না কোন গাইডলাইন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর গতকাল এক সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল জানালেন যে, দেশের করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিয়েছে। আরো বেড়ে চলেছে সংক্রমণ। জনসংখ্যার বড় অংশের করোনা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে অতিমারীর তীব্রতা। দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। সারা দেশজুড়েই চলছে এমন পরিস্থিতি।

করোনা সংক্রমনের মোকাবিলা করতে টিকাকরণ বৃদ্ধির উপরে জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিশেষজ্ঞদের আশঙ্কা, করোনা যেকোনো বয়সের মানুষকে কাবু করবে। এ কারণে ১৮ বছর বয়স থেকে সকলকেই দ্রুত ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!