এখন পড়ছেন
হোম > রাজ্য > মাত্রাছাড়া করোনা সংক্রমণে আতঙ্কিত সবাই, বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

মাত্রাছাড়া করোনা সংক্রমণে আতঙ্কিত সবাই, বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সারা দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকারে ছড়াতে শুরু করেছে। বাদ নেই বাংলাও। বিভিন্ন রাজ্যের সাথে বাংলায় যত সময় যাচ্ছে পরিস্থিতি ততই সঙ্কটজনক হয়ে উঠছে। বাংলার মধ্যে কলকাতা এবং উত্তর 24 পরগনা এই দুই জেলায় সংক্রমণের হার সবথেকে বেশি। সূত্রের খবর, প্রায় প্রতিদিন এই দুই জেলায় আক্রান্তের হার রেকর্ড হারে বেড়ে চলেছে।

এই দুই জেলাতেই সংক্রমণের হার দেড় লাখের ঘরে পৌঁছে গেল এবার। দৈনিক সংক্রমণের নিরিখে কলকাতায় যেখানে একদিনে আক্রান্ত 2600 সেখানে উত্তর 24 পরগনায় আক্রান্ত 2300। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে প্রায় 12 হাজারের ঘর ছুঁতে চলেছে।

বাংলা জুড়ে 11948 জন আজকে করোনা আক্রান্ত হয়েছে। এই মুহূর্তে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা 2646। উত্তর 24 পরগনায় 2372 জন করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমণের সাথে সাথে মৃতের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুধু করোনাতে কলকাতাতেই প্রাণ হারিয়েছেন 3258 জন। উত্তর 24 পরগনায় মৃতের সংখ্যা 2645। এখনো পর্যন্ত কলকাতায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 62 হাজার 656।

এখনো পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন মোট 1 লাখ 41 হাজার 620 জন। সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত 17778 জন। এদিন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন 1708 জন। উত্তর 24 পরগনায় এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 50 হাজার 656 জন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে মোট 2645 জনের। আজকেই শুধু 13 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত উত্তর 24 পরগনায় করোনামুক্ত হয়েছেন এক লাখ 33 হাজার 908 জন। আজকের করোনাকে হারিয়ে সেরে উঠেছেন 1606 জন। দক্ষিণ 24 পরগনা আক্রান্তের নিরিখে এই মুহূর্তে তিন নম্বর স্থান অধিকার করেছে।

দক্ষিণ 24 পরগনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 44919। হাওড়ায় আক্রান্তের সংখ্যা 44032। হুগলিতে 578 জন আক্রান্তের পর সংখ্যা দাঁড়িয়েছে 35542। শুধু আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম সহ বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা কম বেশি দেখা যাচ্ছে।

কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা বাদ দিয়ে অন্যান্য জেলায় কিন্তু আক্রান্তের সংখ্যা দুই বা তিন অঙ্কে দাঁড়িয়ে আছে। এটাই যা স্বস্তির বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত করোনাকে হারাতে উঠে পড়ে লেগেছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বারেবারে বলছেন, প্রত্যেককে ঘরে থাকার জন্য এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার জন্য।

অর্থাৎ সাবধানতা এবং সচেতনতা বজায় রাখলে করোনাকে কিছুটা হলেও ঠেকানো যাবে। তবে এবারের সংক্রমণ অত্যন্ত আতঙ্কিত করে তুলেছে চিকিৎসক ও বিশেষজ্ঞদের। আপাতত আগামী 5 মে থেকে 18 বছরের উর্ধ্বে যারা তাঁদের প্রত্যেকের টিকাকরণ কর্মসূচি শুরু হবে। তাতে হয়তো কিছুটা সামাল দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!