এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ফের বড়মার শরণার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন জেনে নিন

ফের বড়মার শরণার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন জেনে নিন


রাজ্যে ক্ষমতায় আসতে যেমন সিঙ্গুর- নন্দীগ্রাম আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের পথকে প্রশস্ত করেছিল ঠিক তেমনি ছিল উত্তর 24 পরগনার মতুয়া সঙ্ঘের বড়মা বীনাপানিদেবীর আশির্বাদ। যার জেরে এখন মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ক্ষমতায় আসার পর প্রবল প্রশাসনিক চাপের কারনে এই বড়মার সাথে দেখা করার ইচ্ছা থাকলেও আসতে পারেননি মুখ্যমন্ত্রী। মাঝে প্রতিনিধি হিসাবে বড়মার শারিরীক পরিস্থিতির খোঁজখবর নিতে সেখানে পাঠিয়েছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃনমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।

জানা যায়, সেখানে নাকি মতুয়ার বড়মা বীনাপানিদেবী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। কিন্তু আর প্রতিনিধি নয়, এবার নিজেই সেই বড়মার সাথে দেখা করতে মতুয়ায় আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী 18 অক্টোবর এই বড়মা বীনাপানিদেবী 100 বছরে পা দিচ্ছেন। সেই উপলক্ষ্যে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে এক বিশাল সভার আয়োজন করা হয়েছে। আর সেইখানেই প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ফলে বিরোধী দলনেত্রী মমতাকে দেখার পর এবার মুখ্যমন্ত্রী মমতাকে নিজের জন্মদিনে দেখবেন মতুয়া মহাসঙ্ঘের বড়মা শ্রদ্ধেয় বীনাপানিদেবী। তবে এই অনুষ্টানে মুখ্যমন্ত্রী আসার পেছনে অন্যরকম ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। একাংশের মতে, এই ঠাকুরনগরে 40 লক্ষ এবং সারা রাজ্যে মোট 1 কোটি 60 লক্ষ মতুয়া নাগরিক বসবাস করেন। ফলে মতুয়াদের সেই বিপুল ভোট নিজেদের দখলে পেতে এবার বীনাপানিদেবীর জন্মদিনে উপস্থিত থেকে আসর জমাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!