এখন পড়ছেন
হোম > রাজ্য > মতুয়া ভোট যে অটুট প্রমাণ দিতে বড়মার জন্মদিনকেই বেছে নিল শাসকদল তৃণমূল

মতুয়া ভোট যে অটুট প্রমাণ দিতে বড়মার জন্মদিনকেই বেছে নিল শাসকদল তৃণমূল


সামনেই লোকসভা নির্বাচন। আর সেই লোকসভা নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন মানুষের মন পেতে একদিকে যেমন রাজ্যের শাসকদলের বিরুদ্ধে নিজেদের কণ্ঠকে চরিয়ে থাবা বসাতে শুরু করেছে গেরুয়া শিবির, ঠিক তেমনি উন্নয়নের মধ্যে দিয়ে সেই সমস্ত মানুষের মন জয় করতে চেষ্টা চালাচ্ছে তৃনমূল কংগ্রেসও।

ইতিমধ্যে অসমের এনআরসি ইস্যুতে সমস্ত বাঙালিদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে তুলো ধুনা করে মতুয়া এবং নমঃশূদ্রদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করেছে রাজ্য সরকার। আর রাজ্যের এই পদক্ষেপে প্রবল চাপে পড়েছেন বঙ্গ বিজেপির দিলীপ ঘোষেরা। তবে শুধু পৃথক উন্নয়ন বোর্ড গঠন করাই নয়, মতুয়া সমাজের মন পেতে আগামী 15 ই নভেম্বর সেই মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবীর জন্মশতবর্ষ উদযাপনকে সামনে রেখে গাইঘাটার ঠাকুরনগরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, এবার দুর্গা পুজোর সময়েই মতুয়ার বড়মা বীণাপাণি দেবী 100 বছরে পা রেখেছেন। আর বড়মার এই শতবর্ষ পালনে তৈরি করা হয়েছে একটি কমিটিও। যার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই আগামী 15 ই নভেম্বর সেই বড়মার জন্মশতবর্ষ উদযাপনে এখন এই ঠাকুরনগরে চলছে জোর প্রস্তুতি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই জনসভার ব্যাপারে গতকালই গোবরডাঙ্গা পুরসভায় প্রশাসন, জনপ্রতিনিধি, পুলিশ ও ডেকোরেটার্সকে নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর সেই বৈঠকেই ঠিক হয়েছে যে, জেলা এবং বাইরে থেকে যে সমস্ত মতুয়ারা এই অনুষ্ঠানে আসবেন তাদের জন্য উত্তর 24 পরগনার প্রতিটি বিধানসভায় তিনটি করে তোরণ করা হবে। যার মধ্যে দুটি তোরণ মতুয়াদের এবং একটি তোরণ থাকবে তৃণমূল কংগ্রেস কর্মীদের জন্য। আর এই প্রতিটা তোরনেই বড়মা বীণাপাণি দেবী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হবে বলে খবর।

এদিন এই বৈঠকের পর উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আগামী 15 নভেম্বর গাইঘাটার ঠাকুরনগরে বড়মা বীণাপাণি দেবীর শতবর্ষ উদযাপন উপলক্ষে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই অনুষ্ঠানে 3 লক্ষের বেশি মানুষ হাজির হবেন। তাই সকলের জন্য আমরা সব রকম প্রস্তুতি রাখছি।” রাজনৈতিক মহলের মতে, এই গাইঘাটা ঠাকুরনগর মতুয়া মহাসঙ্ঘের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু রাজ্যে ক্ষমতায় এসে প্রশাসনিক কাজ থাকার কারণে আর অতটা বড়মা বীণাপাণি দেবী বা সেই মতুয়ার মানুষদের কাছে আসতে পারেননি মুখ্যমন্ত্রী। আর যা নিয়ে মাঠে নেমে পড়েছে বিরোধীরা। আর লোকসভার আগে যাতে বিরোধীরা এই ঘটনাকে ইস্যু করতে না পারে সে কারণে এবার সেই মতুয়াতে পা রেখে নিজের ভোটব্যাংক প্রমাণে উদ্যোগী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!