এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মতুয়া রাজনীতিতে নতুন মোড় – সাংসদের অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় দুই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

মতুয়া রাজনীতিতে নতুন মোড় – সাংসদের অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় দুই বিজেপি নেতার বিরুদ্ধে মামলা

রাজ্য রাজনীতির উত্থান- পতনে বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন মতুয়া মহাসঙ্ঘের সকলের প্রিয় বড়মা বীণাপাণি দেবী। আর এবার সেই বীণাপাণি দেবীর সইকে ঘিরেই সেই মতুয়া পরিবারে শাসক বনাম বিরোধীর তুমুল দ্বন্দ্ব শুরু হয়ে গেল।

উল্লেখ্য, গত সোমবারই ঠাকুরনগর একটি সাংবাদিক বৈঠক করে ঠাকুর পরিবারের অন্যতম সদস্য বিজেপির শান্তনু ঠাকুর বলেন, “রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস যাতে কেন্দ্রের পক্ষ থেকে আনা নাগরিকত্ব সংশোধনী বিলে সমর্থন করেন সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়মা নিজের সই করা একটি চিঠি দিয়েছেন।”

কিন্তু বড়মা সেই চিঠিতে সই করতে পারেন না বলে পাল্টা শান্তনু ঠাকুরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেই মতুয়া মহাসঙ্ঘেরই অন্যতম সদস্য তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা বালা ঠাকুর। আর মমতা বালা ঠাকুরের এহেন দাবির পরেই পাল্টা মুখ খুলে শান্তনু ঠাকুর বলেন, “রবিবারই বড়মা ওই চিঠিতে সই করেছেন। সোমবারই তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। ওরা পারলে এক্সপার্ট দিয়ে প্রমান করুক।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে বড়মার আসল নাকি নকল তা নিয়ে যখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বনাম বিরোধী দল বিজেপির মধ্যে তুমুল তরজা অব্যাহত, ঠিক তখনই সোমবার রাতেই ঠাকুরনগর থানায় এই ব্যাপারে বিজেপির শান্তনু ঠাকুরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন বড়মা বীণাপাণি দেবীর বৌমা তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা বালা ঠাকুর।

সূত্রের খবর, পুলিশের কাছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মমতা বালা ঠাকুর বলেন, “বড়মার ঘরে সিসিটিভি লাগানো রয়েছে। আর সেখানেই দেখা গেছে, গত 2 ফেব্রুয়ারির পর মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বা তার পরিবারের কেউ সেই বড়মার ঘরে প্রবেশ করেননি।”

অন্যদিকে বড়মা বীণাপাণি দেবীর সাথে কথা বলেও মমতা বালা ঠাকুর নাকি জানতে পেরেছেন যে সেই বড়মা এরকম কোনো কিছুতে সই করেননি। আর এই ঘটনার পরই এবার সেই বড়মার সই জাল করার অভিযোগ তুলে ঠাকুর পরিবারের অন্যতম সদস্য তথা বিজেপির মঞ্জুলকৃষ্ণ ঠাকুর এবং শান্তনু ঠাকুরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা ঠাকুর পরিবারের আরেক সদস্যা মমতা বালা ঠাকুর। তবে এই ব্যাপারে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর বা শান্তনু ঠাকুরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে এখন সবুজ বনাম গেরুয়ার দ্বন্দ্বে উত্তপ্ত মতুয়ার ঠাকুরনগর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!