এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মতুয়া গড়ে বিজেপির জয় অব্যাহত, তৃণমূলের অভিযোগ অন্তর্ঘাতের

মতুয়া গড়ে বিজেপির জয় অব্যাহত, তৃণমূলের অভিযোগ অন্তর্ঘাতের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবারের বিধানসভা নির্বাচনের শুরুতে শোনা গিয়েছিল তৃণমূলের তরফ থেকে অন্যতম স্লোগান, ‘বাংলা নিজের মেয়েকেই চায়’। এবং সম্পূর্ণ নির্বাচন শেষে ভোটের ফলাফলে দেখা গেল তৃণমূলের সেই ট্যাগলাইন কার্যত বাস্তবে পরিণত হয়েছে। বাংলায় রীতিমতো হয়ে গিয়েছে সবুজ ঝড়। যে ঝড়ের কাছে বিজেপির নেতা মন্ত্রীরা মাথা নত করতে বাধ্য হয়েছেন। 2016 সালের তুলনায় বেশ কিছুটা ভালো ফল করে তৃতীয়বারের জন্যও বাংলার মাটি দখল করে নিল আগামী পাঁচ বছরের জন্য তৃণমূল কংগ্রেস।

কিন্তু রাজ্যের কোন কোন জায়গা বিজেপি কিন্তু তার দখলে রেখে দিয়েছে লোকসভা নির্বাচনের মতো। যার মধ্যে অন্যতম হলো বনগাঁ মহকুমার চারটি আসন। অর্থাৎ মতুয়া ভোট পুরোপুরি গিয়েছে পদ্ম শিবিরে। এই নিয়েই বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিকে রীতিমত কাঠগড়ায় তুলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে বনগাঁ অঞ্চলের চারটি আসন বিজেপির পাওয়া নিয়ে শুরু হয়েছে তীব্র উত্তেজনা। বাগদা বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে তৃণমূল এবং বিজেপি মতুয়াদের কাছে টানার আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছে। এমনকি দু’দলের পক্ষ থেকেই মতুয়াদের কাছের মানুষকে প্রার্থী করা হয়েছিল।

তৃণমূলের তরফ থেকে প্রার্থী ছিলেন পরিতোষ কুমার সাহা এবং বিজেপির তরফ থেকে ছিলেন বিশ্বজিৎ দাস। এই দুই দলই জয়ের জন্য বুক বেঁধেছিলেন। কিন্তু ভোটবাক্স খোলা হলে দেখা গেল প্রায় সাড়ে 9 হাজার ভোটে পরাজিত হলেন বাগদার তৃণমূল প্রার্থী। বনগাঁ মহকুমার চারটি আসনেই হার হয়েছে তৃণমূলের আর তাই আবারও তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। বাগদার তৃণমূল নেতাদের অভিযোগ, ঐ এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি বিজেপির হয়ে ভোট করিয়েছেন এলাকায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যে অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। সোমবার সকালে পঞ্চায়েত অফিসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতির অপসারণের দাবি জানানো হয়েছে। তবে অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ-সভাপতি সম্পূর্ণরূপে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।

এ প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন মিথ্যে অভিযোগ করা হচ্ছে কারণ তৃণমূল নেত্রী কে হারানোর কোন উদ্দেশ্য তার ছিল না তবে প্রশাসনের ব্যবস্থা নেবে অন্যদিকে সার্বিক ফল আশা জাগাতে পারলেও বনগাঁর ফলে বনগাঁর যে ফলাফল দেখা গিয়েছে বিধানসভা নির্বাচনে খুশির হাওয়া বয়ে এনেছে গেরুয়া শিবিরে যথারীতি বোঝা গেল মতুয়াদের বোঝাতে সক্ষম হয়েছেন বিজেপি নেতারা।

তবে মতুয়াদের মে দাবী ছিল এনআরসি করার, তার অবশ্য এখনো পর্যন্ত দেখা মেলেনি এই বাংলায়। এবং বাংলার ক্ষমতা তৃণমূল নেত্রীর হাতে যাওয়ায় তা কতদূর ফলপ্রসূ হবে তা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন থাকছেই। মতুয়াদের ভোটে বিজেপি জিতলেও এ রাজ্যে আগামীদিনের মতুয়াদের জন্য বিজেপি কতটা কী করতে পারে সেদিকে থাকবে নজর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!