এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মাতুয়াকে শ্রীখণ্ডি করে উৎসব মঞ্চ থেকেও মোদিকে তীব্র আক্রমণ তৃণমূলের, জেনে নিন

মাতুয়াকে শ্রীখণ্ডি করে উৎসব মঞ্চ থেকেও মোদিকে তীব্র আক্রমণ তৃণমূলের, জেনে নিন

লোকসভা নির্বাচনে বিজেপিকে কুপোকাত করতে বাংলায় 42 এ 42 টি আসনের অনুরোধ সাধারণ মানুষের কাছে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে জনসাধারণ সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেননি। যার ফলে 22 টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। অন্যদিকে বিজেপি পেয়ে গিয়েছে 18 টি আসন। যার মধ্যে একদা তৃণমূলের শক্ত ঘাঁটি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটিও দখল করেছে বিজেপি।

আর এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে কিছুটা ব্যর্থ হওয়া তৃণমূল কংগ্রেস এবার চাইছে, বিধানসভায় বিজেপিকে একেবারে কুপোকাত করতে। আর তাইতো ইতিমধ্যেই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ব্যাপক প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথে মিছিল করে সভা-সমিতির মাধ্যমে বাংলায় কোনো এনআরসি হবে না বলে গর্জে উঠেছেন তিনি। আর এবার প্রথমবার নৈহাটি উৎসবের উদ্বোধন করতে এসে ফের আরও একবার কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, ব্যারাকপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী, বিধায়ক পার্থ ভৌমিক, নির্মল ঘোষ, মন্ত্রী তাপস রায়, শীলভদ্র দত্ত এবং ব্যারাকপুরের বিভিন্ন পৌরসভার চেয়ারম্যানরা। আর সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “গুজবে কান দেবেন না। রাজ্যে একজন বাসিন্দাকেও বাইরে যেতে হবে না। মতুয়া সম্প্রদায়কে বিজেপি নেতারা ভুল বোঝাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি বলছে, পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্প তৈরি করবে। কিন্তু এই রাজ্যে ক্ষমতায় কে আছে! আমি জীবন দিতে রাজি আছি। তবে বিজেপিকে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে দেব না।” পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রশ্ন তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও খোঁচা দেন বাংলার মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “এত বছর ধরে দেশের মানুষের ভোটে, আমাদের ভোটে যে এত সরকার তৈরি হয়েছে, এত প্রধানমন্ত্রী তৈরি হয়েছে, তারপর আবার নতুন করে কিসের নাগরিকত্ব দিতে হবে! আমাদের সকলের ভোটে সরকার তৈরি হয়। কারণ আমরা সবাই নাগরিক। তাই নতুন করে নাগরিক হবার জন্য আবার কিসের সার্টিফিকেট লাগবে! যারা দেশে ভোট দিয়ে সরকার তৈরি করেন, তারা সবাই নাগরিক।”

আর এরপরই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বাংলায় তিনি থাকতে কখনই এনআরসি হবে না বলে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্লেষকরা বলছেন, সরকারি অনুষ্ঠান হোক বা দলীয় অনুষ্ঠান, নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিজেপির বিপক্ষে থেকে অলআউট আক্রমনে নেমেছেন তৃণমূল নেত্রী। আর তাই তো নৈহাটির উৎসব মঞ্চ থেকেও বিজেপিকে নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে আক্রমণ করতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত ওয়াকিবহাল মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!