এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মতুয়া সংগঠন কি সত্যি হাতছাড়া হতে চলেছে? শান্তনু ঠাকুরের উদেশ্যে বড়সড় বার্তা রাজ্যের মন্ত্রীর!

মতুয়া সংগঠন কি সত্যি হাতছাড়া হতে চলেছে? শান্তনু ঠাকুরের উদেশ্যে বড়সড় বার্তা রাজ্যের মন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে মতুয়াদের কাছে টানতে তৎপর হয়ে উঠেছে রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মতুয়াদের নিয়ে দড়ি টানাটানি শুরু করেছে উভয়দল। তবে, একসময় মতুয়াদের ভোটব্যাঙ্কের বেশিটাই ছিল তৃণমূলের দখলে। কিন্তু গত লোকসভা নির্বাচনে বনগাঁয় তৃণমূলকে পরাস্ত করে বিজেপি। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর জয়লাভ করেন। এবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তৃণমূলের প্লাটফর্মে আসার জন্য বিশেষ বার্তা দিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

গতকাল তৃণমূলের বঙ্গধ্বনি কর্মসূচি উপলক্ষে হাবরা গিয়েছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবরা থেকে তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে এক প্লাটফর্মে এসে কাজ করার বার্তা দিলেন। এরসাথেই গতকাল বিজেপির প্রতি ব্যাঙ্গ ও কটাক্ষ করে তিনি জানালেন যে, বিজেপি দলটি এখন দেউলিয়া হয়ে গিয়েছে। পাগল হয়ে গিয়েছে বিজেপি দলটি। তাই, বিজেপি বারবার যাচ্ছে ঠাকুরবাড়িতে।

গতকাল বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে মতুয়া মহাসঙ্ঘের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মতুয়া মহাসঙ্ঘের বাড়িতে তাঁকে বিশেষভাবে স্বাগত জানিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তাঁর সঙ্গে শান্তনু ঠাকুরের বেশ কিছুক্ষণ ধরে বৈঠক চলছিল গতকাল। গতকালের এই বৈঠক প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় জানালেন যে, সাংসদের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎকার ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে গতকাল কৈলাস বিজয়বর্গীয় ও শান্তনু ঠাকুরের বৈঠক সম্পর্কে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন যে, কৈলাস বিজয়বর্গীয় প্রকৃতপক্ষে কিছুই জানেন না। তিনি দাবি করেছেন যে, গতকালের বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় চূড়ান্তভাবে অপমানিত হয়েছেন। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন যে, তৃণমূলের এটাই ক্রেডিট যে, বিজেপি যদি কোন গোপন সভা করে, তার সমস্ত খবর পেয়ে যায় তৃণমূল।

তিনি দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের জন্য যথেষ্ট কাজ করেছেন। গত লোকসভা নির্বাচনে বনগাঁতে শান্তনু ঠাকুরকে যারা ভোট দিয়ে জয়লাভ করেছিলেন, তারাই এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গোপালনগরের সভাতে, এমনটাই মন্ত্রীর দাবি। গতকাল হাবরা থেকে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এভাবে শান্তনু ঠাকুরকে এক প্লাটফর্মে আসার বার্তা দেওয়া শুনে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, মতুয়া সংগঠন হয়তো সত্যিই এবার শাসক দলের প্রতি বিমুখ হয়ে পড়েছে। এ কারণেই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে তৃণমূলে আসার আবেদন জানাচ্ছেন খাদ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!