এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মতুয়াদের জন্য আন্তরিক তৃণমূল, ‘বিপজ্জনক’ বিজেপি! বোঝাতে মরিয়া প্রভাবশালী ঘাসফুল নেতারা!

মতুয়াদের জন্য আন্তরিক তৃণমূল, ‘বিপজ্জনক’ বিজেপি! বোঝাতে মরিয়া প্রভাবশালী ঘাসফুল নেতারা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সরব হচ্ছে। যেখানে দলিত সহ পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদের জন্য বিজেপি অত্যন্ত ভয়াবহ একটি রাজনৈতিক দল বলে প্রচার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। জানা গেছে, ইতিমধ্যেই তপশিলিদের জন্য তৃণমূল “তপশিলি সংলাপ” নামে একটি গাড়ি বের করে বিজেপি কিভাবে দলিত এবং তপশিলি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করছে, তার প্রচার করতে শুরু করেছে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তপসিলিদের জন্য যে সমস্ত উন্নয়ন করেছে, তারও ব্যাপক পরিমাণে প্রচার করা হচ্ছে।

আর এবার মতুয়া ভোটকে নিজেদের দিকে আনতে বাড়ি বাড়ি গিয়ে মতুয়া সম্প্রদায়ের মনজয় করতে উদ্যোগী হল তৃণমূল কংগ্রেস। জানা গেছে, এদিন হাঁসখালির নওপুকুরিয়া, ঢাকুরিয়া, হুদা চাপরা, ভৈরবচন্দ্রপুরে তৃণমূলের বেশকিছু নেতা সাধারণ মানুষের বাড়ি গিয়ে তাদের সঙ্গে আলাপচারিতা করেন। যেখানে উপস্থিত ছিলেন, কৃষ্ণগঞ্জ বিধানসভার কো-অর্ডিনেটর প্রমথরঞ্জন বসু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন তিনি বলেন, “বাড়ি বাড়ি গিয়ে আমরা তপশিলি মানুষজন, মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে বুঝিয়েছি, আমাদের সরকার তাদের জন্য কি করেছে। বিজেপি যে কতটা ভয়াবহ, কতটা অত্যাচার করছে মানুষের উপর, সেই উদাহরণ আমরা দিয়েছি। আরএসএস ভুলভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করছে। যদিও মানুষ তাতে কান দিচ্ছেন না। সেটা এই কর্মসূচির শুরুর দিনেই আমরা বুঝতে পেরেছি।” এদিকে তেহট্ট এলাকায় তৃণমূলের এই নয়া কর্মসূচির উদ্বোধন করে স্থানীয় বিধায়ক গৌরীশংকর দত্ত। তিনি বলেন, “আমাদের সরকার তপশিলি মানুষদের জন্য অনেক উন্নয়ন করেছে। তাই তপশিলি সম্প্রদায় মানুষের জন্য কি কি করা হয়েছে, তা জানার জন্য তপশিলির সংলাপের কর্মসূচি।”

বিশেষজ্ঞরা বলছেন, নদীয়ার বেশিরভাগ অংশে মতুয়া সম্প্রদায় রয়েছে। তাই সেই মতুয়াদের ভোট যদি তৃনমূল কংগ্রেস আগামী বিধানসভা নির্বাচনের আগে নিজেদের দখলে ঠিক মত রাখতে পারে, তাহলে বিজেপিকে কুপোকাত করা অনেকটাই সহজ হবে। স্বাভাবিকভাবেই বর্তমানে তপশিলির সংলাপ গাড়ির উদ্বোধন করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেইখানে মতুয়া সম্প্রদায়ের মানুষজনের বাড়ি বাড়ি গিয়েও বিজেপি অত্যন্ত বিপদজনক বলে প্রচার করতে দেখা যাচ্ছে শাসক দলের নেতাদের। স্বভাবতই এই গোটা ঘটনায় এবার তৃণমূল কতটা মতুয়া সম্প্রদায়ের ভোট নিজেদের দিকে রাখতে পারে এবং বিজেপিকে চাপে ফেলতে পারে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!