এখন পড়ছেন
হোম > জাতীয় > রাফালে নিয়ে কংগ্রেসের পাশে আর নেই মায়াবতী- মমতা, চাপ বাড়ছে হাত শিবিরের

রাফালে নিয়ে কংগ্রেসের পাশে আর নেই মায়াবতী- মমতা, চাপ বাড়ছে হাত শিবিরের


বিরোধী মহাজোটের প্রত্যেকেই চেয়েছিলেন দেশের মসনদ থেকে বিজেপিকে সরাতে যেন এই বিরোধী মহাজোটের প্রত্যেকেই গেরুয়া শিবিরের উদ্দেশ্যে অলআউট অ্যাটাকে অবতীর্ণ হন। আর সকলের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে সেই মত অনেকটাই এগিয়ে গিয়েছিল বিরোধী মহাজোট। কিন্তু হঠাৎই যেন থমকে গেল সেই বিরোধী মহাজোটের চাকা।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের রাফালে রায় প্রকাশ্যে আসতে না আসতেই সেই বিরোধী মহাজোটের অনৈক্যই ফের চোখে পড়ল। প্রসঙ্গত উল্লেখ্য, সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই রাফাল নিয়ে রায় প্রকাশের পরই বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেছিলেন যে, শীর্ষ আদালতের রায়ের পর এই রাফাল নিয়ে আর কোনো বিতর্কই থাকতে পারে না।

অন্যদিকে অরুণ জেটলির এহেন মন্তব্যকে তীব্র কটাক্ষ করে কংগ্রেসের পি চিদাম্বরম টুইটারে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “যখন তপশিলি জাতি-জনজাতি আইনে সুপ্রিম কোর্টের রায় মেনে না নিয়ে সরকার ও সংসদ সংশোধনী নিয়ে এল, তখন কি রাজনীতিকেরা শীর্ষ আদালতের রায়ের পুনর্বিবেচনা করেননি?”

আর রাফাল নিয়ে এই তীব্র টালমাটাল পরিস্থিতিতে “কংগ্রেস মিথ্যা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করছে” বলে অভিযোগ করে বিজেপি। আর এহেন একটা পরিস্থিতিতে এদিন ফের সেই বিজেপির বিরুদ্ধেই রাফাল ইস্যুতে পথে নামে কংগ্রেস। সূত্রের খবর, এদিন সংসদ ভবনে বিরোধীদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধী।

যেখানে বিরোধীদের তরফে বাম, এনসিপি এবং আরজেডির মত দলগুলো উপস্থিত থাকলেও সেখানে দেখা গেল না তৃণমূল, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির কোনো প্রতিনিধিকে। আর এখানেই তীব্র জল্পনা সৃষ্টি হয়েছে যে তাহলে কি এই জেপিসিতে সায় দিচ্ছে না বিরোধীদের তরফে সাংবাদিক বৈঠকে অনুপস্থিত এই তিন রাজনৈতিক দল?

কেন তারা উপস্থিত হলেন না এদিন এই প্রসঙ্গে বহু জন সমাজবাদী পার্টির এক সাংসদ বলেন, “রাফাল নিয়ে কংগ্রেসের পাশে দাঁড়ানোর কোনো নির্দেশ আমাদের কাছে নেই।” অন্যদিকে এই ব্যাপারে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ সিং যাদব স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, “জেপিসির দাবি তখনই তোলা হয়েছিল যখন সুপ্রিম কোর্টে মামলা পৌঁছয়নি। তাই এখন সর্বোচ্চ আদালতের রায় আসার পরে এই কমিটি গড়ার আর কোনো অবকাশ নেই।”

অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে এক সাংসদ বলেন, “আমরা জেপিসিতে বিশ্বাস করি না। এর আগে যতবার জেপিসি গঠন হয়েছে ততবারই তা ব্যর্থ হয়েছে।” কিন্তু এইভাবে রাফাল অস্ত্রে বিজেপিকে ঘায়েল করতে সেই বিরোধী মহাজোটের তিন শরিক কার্যত হাত তুলে নেওয়ায় কি অস্বস্তিতে পড়বে না কংগ্রেস?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কংগ্রেসের একাংশ মনে করছেন, রাফাল নিয়ে আজ যারা দূরে রয়েছেন। ভবিষ্যতে তারাও কাছে আসবেন। তবে শেষ পর্যন্ত কংগ্রেসের এই আশা রাজনৈতিক ময়দানে ঠিক কতটা বাস্তব হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!