এখন পড়ছেন
হোম > জাতীয় > হেভিওয়েট নেতার সঙ্গে জোট জল্পনা বাড়িয়ে দিলেন মায়াবতী, অশনি সংকেত দেখছে কংগ্রেস

হেভিওয়েট নেতার সঙ্গে জোট জল্পনা বাড়িয়ে দিলেন মায়াবতী, অশনি সংকেত দেখছে কংগ্রেস


আসন্ন লোকসভা নির্বাচনে দেশের আঞ্চলিক দলগুলিকে নিয়ে ফেডারেল ফ্রন্ট গঠন করে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছেন ব্যাংকার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ফেডারেল ফ্রন্টে তিনি অত্যন্ত গুরুত্ত্ব দিচ্ছেন উত্তরপ্রদেশে মায়াবতী-অখিলেশ যাদবের জোটকে। কিন্তু এখন থেকেই মায়াবতীর অবস্থান নিয়ে তীব্র জল্পনা তৈরী হয়েছে রাজনৈতিক মহলে। কখনো তিনি নিজেকে জোটের তরফ থেকে প্রধানমন্ত্রী মুখ হিসাবে তুলে ধরছেন, কখনো বা উত্তরপ্রদেশের বাইরে যে সব রাজ্যে তাঁর দলের স্বল্প উপস্থিতি আছে সেখানে আসন-বন্টন নিয়ে বড়সড় দাবি করে বসছেন। যা আখেরে সুবিধা করে দিচ্ছে গেরুয়া শিবিরকেই বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। আর এই ঘটনায় সব থেকে বড় অসুবিধায় পড়েছে কংগ্রেস, কেননা মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের মত রাজ্যে কংগ্রেস ভেবেছিল মায়াবতীর সমর্থন নিয়ে সরাসরি বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যাবে, আর তার বদলে উত্তরপ্রদেশে মায়াবতীর দলকে অনেক বেশি আসন ছাড়বে।

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

কিন্তু, এ বছরের শেষের দিকে হতে চলা ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে বেকায়দায় ফেলতে ছত্তিশগড় জনতা কংগ্রেসের নেতা অজিত জোগীর সঙ্গে একান্ত বৈঠকে কংগ্রেস এবং বিজেপির লড়াইয়ে তৃতীয় পক্ষ হিসেবে লড়ার পরিকল্পনা চালাচ্ছেন তিনি। আর মায়াবতী-যোগী নতুন সমীকরণে রীতিমত আতঙ্কিত কংগ্রেস শিবির, কেননা কংগ্রেসের তরফ থেকে মায়াবতীকে বার্তা দেওয়া হয়েছে বিজেপি-বিরোধিতা করতে গিয়ে রাজ্যে তৃতীয় ফ্রন্ট গড়লে লাভ হবে গেরুয়া শিবিরেরই। ফলে তৃতীয় ফ্রন্ট না করে তিনি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েই বিজেপি বিরোধিতা করুন – এমনটাই চায় কংগ্রেস। কিন্তু মায়াবতী এই নিয়ে এখনও কিছু জানাননি। ফলে আরো চিন্তা বাড়ছে কংগ্রেসের। তবে আসার কথা জোট নিয়ে বেশ নমনীয় অখিলেশ যাদব – ফলে তাঁর মধ্যস্থতায় মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা ও লোকসভা আসন বন্টন নিয়ে শীঘ্রই মায়াবতীর সঙ্গে বৈঠকে বসতে পারেন রাহুল গান্ধী বলে সূত্রের খবর। এখন দেখার, সেই বৈঠকে মায়াবতীও রাহুল-অখিলেশের মত নমনীয় হয়ে জোটের সুবিধা করেন নাকি নিজের অবস্থানে অনড় থেকে গেরুয়া শিবিরের সুবিধা করে দেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!