মায়ের কোল খালি হওয়ার পরেই উন্নয়নে মরিয়া রাজ্য! অপদার্থ প্রশাসনের এ কোন ছিঁড়ি? কলকাতা রাজনীতি রাজ্য October 3, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গতকাল মাতৃপক্ষের সূচনার দিনেই সন্তানহারা হয়ে যেতে হয় এক মাকে। যেখানে বাঁশদ্রোণীতে এক পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এখনও পর্যন্ত চলছে প্রতিবাদ। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার এক মা সন্তান হারানোর পরেই কি হুঁশ ফিরলো এই রাজ্যের প্রশাসনের? যদি আগে তারা এই কাজ করত, তাহলে হয়ত উৎসবের শুরুর আগে এইভাবে কোনো মাকে তার সন্তান হারাতে হত না। তাই এত পরে প্রশাসনের এই ধরনের নাটক করার কোনো মানে হয় না বলেই দাবি করছে বিরোধীরা। প্রসঙ্গত, গতকাল বাশদ্রোনীর ঘটনা সকলেরই জানা। সেখানে কি মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। সকলেই প্রশাসনের ভূমিকাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেই বাঁশদ্রোনীতে এক স্কুল ছাত্রের মৃত্যুর পর বিভিন্ন রাস্তা তৈরির ব্যাপারে সক্রিয় হতে দেখা গেল ঠিকাদার সংস্থাকে। কিন্তু কেন এত পরে এই ধরনের কাজ করা হচ্ছে? তাহলে কি এই রাজ্যের প্রশাসন একটা দুর্ঘটনার জন্য অপেক্ষা করে! তারপরেই কি তারা নতুন করে রাজ্যকে সাজানোর স্বপ্ন দেখে! উৎসবের মধ্যে যে মা সন্তানহারা হলেন, তার চোখের জল কি মোছাতে পারবেন এই রাজ্যের অপদার্থ প্রশাসন? বিরোধীদের বক্তব্য, যদি আগেভাগে এই রাস্তা সারাইয়ের কাজে নজর দেওয়া হত, তাহলে এভাবে এক তরতাজা প্রাণ চলে যেত না। তাই যখন বাঁশদ্রোনীর সকলে শোকাহত, তখন এই রাস্তা সারাইয়ের নাটক দুর্ভাগ্যজনক বলেই মনে করছে গেরুয়া শিবির। আপনার মতামত জানান -