এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মায়ের সাথে প্রচারে বেড়িয়ে শোভন চ্যাটার্জ্জীকে রাজনীতিতে ফিরে আসার আবেদন ছেলের

মায়ের সাথে প্রচারে বেড়িয়ে শোভন চ্যাটার্জ্জীকে রাজনীতিতে ফিরে আসার আবেদন ছেলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার রাজনৈতিক জগতে একটি বহুল চর্চিত নাম হল শোভন চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের পরে তিনি দীর্ঘদিনের দল তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে যান। সে সময় তাঁর সঙ্গে ছিলেন দীর্ঘদিনের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কানাঘুষো শোনা যায়, বৈশাখী বন্দোপাধ্যায়কে নিয়ে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিবাদের কারণে তৃণমূল ছেড়েছিলেন দীর্ঘদিনের নেতা শোভন।

শোভন বিজেপিতে চলে যাওয়ার পর তাঁর রাজনৈতিক দায়িত্ব ঘাড়ে তুলে নেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। অন্যদিকে গেরুয়া শিবিরে গেলেও শোভন-বৈশাখী দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকেন দলে। বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে শোভন বৈশাখী গেরুয়া শিবিরের হয়ে প্রচারে বের হন।

কিন্তু কয়েক মাসের মধ্যেই তাল গেল কেটে। বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর শোভন-বৈশাখী জায়গা না পেয়ে বরাবরের মতন বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলেন। যথারীতি শোভন চট্টোপাধ্যায় এখন পর্দার আড়ালে। শোভন চট্টোপাধ্যায়ের আসনে এবার প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। আর রত্নার হয়েই প্রচারে নেমেছেন তাঁর ছেলে এবং মেয়ে। 

রাজনৈতিক সম্পর্ক এবং পারিবারিক সম্পর্কের জেরে ছেলে-মেয়ে, স্ত্রী কারও সঙ্গে কোনো সম্পর্ক নেই শোভনের। কিন্তু তা সত্ত্বেও শোভন চট্টোপাধ্যায়ের ছেলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের মনে এখনো বাবার জন্য রয়ে গেছে টান আর তাই তাঁর গলায় ফুটে উঠলো বাবার জন্য আকুতি। শোভন চট্টোপাধ্যায়ের হচ্ছেন একজন দুঁদে রাজনীতিবিদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি এই মুহূর্তে পুরোপুরি অন্তরালে যা একেবারেই ভালভাবে মেনে নিতে পারছেন না তাঁর ছেলে। কাতর আকুতি জানিয়ে তিনি তাঁর বাবা শোভনকে বার্তা দিয়েছেন, রাজনীতিতে আবার ফিরে আসার জন্য। পাশাপাশি শোভনের চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের বেহালা পূর্বের প্রার্থী। গত কয়েক দিন ধরে মায়ের সাথেই প্রচারে বেরোচ্ছেন ছেলে সপ্তর্ষি চট্টোপাধ্যায়। 

প্রশ্ন উঠেছে, বাবা এবং মায়ের মত সপ্তর্ষিকেও কি দেখা যাবে রাজনীতির আঙিনায়? পারিবারিক ধারা কি একইভাবে বজায় থাকবে? আর এই প্রশ্নের উত্তরেই নিরাশ করেছেন সপ্তর্ষি। তিনি জানিয়েছেন, সক্রিয় রাজনীতিতে তিনি কোনদিনই আসতে চান না। যেহেতু তিনি ফিল্ম সংক্রান্ত পড়াশোনা করেছেন, তাই তাঁর সিনেমা জগতে যাওয়ার ইচ্ছে। তবে তৃণমূলের প্রতি তাঁর ভালোবাসা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 পাশাপাশি মমতা ব্যানার্জি যে সর্বদা তাঁর মায়ের মতন সে কথাও বলেন। একইসাথে সপ্তর্ষির গলায় বারবার ঘুরে ফিরে এসেছে তাঁর বাবার কথা। হয়তো শোভন চট্টোপাধ্যায়ের কানে পৌঁছবে সপ্তর্ষির এই কথা। এখন দেখার, ছেলের ডাকে সাড়া দিয়ে আবারও সক্রিয় রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় ফিরে আসেন কিনা! যদি ফিরে আসেন তাহলে তাঁকে এবার কোথায় দেখতে পাওয়া যাবে? আপাতত শোভন চট্টোপাধ্যায় যে এখনো রাজনৈতিক আকাশে না থেকেও বিরাজমান তা কিন্তু স্পষ্ট।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!