এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সমস্ত জল্পনা কল্পনা অবসান – মেয়র হিসাবে পদত্যাগ শোভনের, নতুন দায়িত্ত্বে ফিরহাদ-অতীন

সমস্ত জল্পনা কল্পনা অবসান – মেয়র হিসাবে পদত্যাগ শোভনের, নতুন দায়িত্ত্বে ফিরহাদ-অতীন


রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে শোভন চট্টোপাধ্যায় নামক পর্বের শেষ অঙ্ক অভিনীত হল অবশেষে। একে একে তিন মন্ত্রক, দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতির পদের পর – হাতে থাকা পেন্সিলের মত ছিল শুধু কলকাতা মেয়রের পদ। আর এবার দলের নির্দেশে সেখানেও পদত্যাগ করতে বাধ্য হলে দিদির একদা আদরের কানন।

প্রথমে শোনা গিয়েছিল – শোভনবাবু গতকালই পদত্যাগ করবেন কলকাতার মেয়র পদে। কিন্তু, তার পরেই নতুন করে রাজনৈতিক জল্পনা ছড়ায় যে শোভনবাবু পদত্যাগ করছেন না। কিন্তু, রাজ্য সরকার কলকাতা মেয়র পদ নিয়ে সংশোধনী আনার সাথে সাথেই স্পষ্ট হয়ে যায় – শোভনবাবু যে কোন সময় পদত্যাগ করতে পারেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আগে নিয়ম ছিল – কলকাতার মেয়র হতে গেলে তাঁকে আগে কাউন্সিলর হতে হবে। রাজ্য সরকার সংশোধনী আনল – এখন কেউ মেয়র হয়ে আগামী ৬ মাসের মধ্যে জিতে কাউন্সিলর হলেই হবে। আর এরপরেই কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই বৈঠকেই ঠিক হয় মেয়র হচ্ছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। স্বাধীনতার পর তিনিই প্রথম সংখ্যালঘু মেয়র হলেন কলকাতা পুরসভায়। তবে, উত্তর ও দক্ষিণের ভারসাম্য রাখতে ডেপুটি মেয়র পদ থেকে ইকবাল আহমেদকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে অতীন ঘোষকে।

অন্যদিকে, দলের নির্দেশ পেতেই নিজস্ব নিরাপত্তারক্ষীদের দিয়ে নিজের পদত্যাগপত্র পুরসভার চেয়ারপার্সন মালা রায়কে পাঠিয়ে দেন শোভনবাবু। প্রসঙ্গত, মালাদেবী বিগত পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর ছিলেন – শোভনবাবুর হাত ধরেই তিনি তৃণমূলে আসেন। আজ তাঁর হাতেই পদত্যাগপত্র তুলে দিয়ে – তৃণমূল কংগ্রেসের ‘শোভন-পর্ব’ প্রায় শেষ হয়ে গেল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!