এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > এবার বিজেপি নেতাদের রেশন দুর্নীতি নিয়ে কোনঠাসা করতে আসরে তৃণমূল! পাল্টা ঝড় তুলছে বিজেপিও

এবার বিজেপি নেতাদের রেশন দুর্নীতি নিয়ে কোনঠাসা করতে আসরে তৃণমূল! পাল্টা ঝড় তুলছে বিজেপিও


ভয়াবহ দূর্যোগ ও করোনা ভাইরাস মোকাবিলায় ইতিমধ্যেই উদ্যোগী রাজ্য সরকার। তবে বিরোধীদের পক্ষ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে ব্যর্থতার অভিযোগ তুলে সরব হওয়ার ঘটনা প্রকাশ্যে আসছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে বিরোধীদের এই বক্তব্যকে কুপোকাত করতে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বদের। আর এই পরিস্থিতিতে এবার একদিকে ভয়াবহ দুর্যোগ এবং অন্যদিকে করোনা মোকাবিলায় রাজ্য সরকারের সাফল্যের কথা তুলে ধরে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন ময়ুরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায়।

যেখানে রেশনের দুর্নীতির বিরুদ্ধেও বিজেপিকে কাঠগড়ায় তুলতে দেখা যায় তাকে। সূত্রের খবর, শনিবার এই ব্যাপারে সাংবাদিক বৈঠক করে ময়ুরেশ্বরের তৃণমূল বিধায়ক অভিজিৎ রায় বলেন, “এই এলাকার বিজেপি নেতা অতনু চট্টোপাধ্যায় এবং তার পরিবারের লোকেদের তিনটি করে রেশন কার্ড। সেই প্রমাণ বের করেছি। অথচ দীর্ঘদিন ধরে তিনটি কার্ডে তারা রেশন কার্ডে রেশন সামগ্রী তুলে সুবিধা ভোগ করে আসছেন। অথচ তিনদিন আগে এই ব্লকের রেশন ডিলারদের বিরুদ্ধে খাদ্য নিয়ামকের কাছে অনিয়মের অভিযোগ জানিয়েছেন। এটাই হচ্ছে বিজেপি নেতাদের চরিত্র।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও বা তৃণমূলের তোলা এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন ওই বিজেপি নেতা। এদিন তিনি বলেন, “আমার এবং আমার পরিবারের একাধিক সদস্যের নামে তিনটি করে রেশন কার্ড রয়েছে, সেটা আমাদের জানা ছিল না। আমরা একটি রেশন কার্ডেরই সুবিধা নিয়ে এসেছি। বিষয়টি নজরে আসতেই দিন তিনেক আগে আমার পরিবার ও এই এলাকার সমস্ত ভুয়ো রেশন কার্ড বাতিলের জন্য ব্লক খাদ্য নিয়ামকের কাজে অভিযোগ জানানো হয়েছে। আমাদের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে নয়, তাহলে রেশন ডিলারদের হয়ে আজকে মার্কেটে কেন বিধায়ককে নামতে হল?”

এরপরেই তিনি বড়সড় বিতর্ক বাড়িয়ে বলেন, “আসলে রেশন ডিলাররা বিপদে পড়লে বিধায়কের আয় বন্ধ হয়ে যাবে।” বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত গোটা বাংলা। তাই এমতাবস্থায় শাসকের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা, তখন সাংবাদিক সম্মেলন করে তা খন্ডন করছে শাসকদলের নেতারা। তবে এর পাল্টা হিসেবে যেভাবে তৃণমূলের পক্ষ থেকে বিজেপিকে কটাক্ষ করা হল, তাতে বিজেপির অস্বস্তিও বাড়ছে বলে মত রাজনৈতিক মহলের। সব মিলিয়ে এখন দুর্যোগ মোকাবিলায় শাসক-বিরোধী তরজা চরম আকার ধারণ করল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!