মিডিয়ার মাধ্যমেই কি দলীয় নির্দেশ পাবেন দিলীপ ঘোষ! বিস্ফোরক তথ্য ফাঁস! রাজনীতি রাজ্য June 1, 2022 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিজেপির মত সাংগঠনিক দলের নির্দেশ কেন প্রকাশ্যে চলে এলো, তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্প্রতি দিলীপ ঘোষকে সংবাদমাধ্যমে মুখ না খোলার নির্দেশ দিয়ে বিজেপির একটি চিঠি ভাইরাল হয়েছে। যদিও বা সেই চিঠি দিলীপ ঘোষের কাছে এখনও পর্যন্ত পৌঁছায়নি বলে খবর। আর এই পরিস্থিতিতে কেন নির্দিষ্ট জায়গায় সেই চিঠি পৌছনোর আগে সংবাদমাধ্যমে ভাইরাল হল, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। আর এবার গোটা বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। আর সেখানেই তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিডিয়ার মাধ্যমে তাকে খবর দেওয়া হবে কিনা, সেই বিষয়ে প্রশ্ন তুলে দেন এই বিজেপি নেতা। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখনও কোনো চিঠি পাইনি। এটা পার্টির ব্যাপার। যারা চিঠি লিখেছেন, তাদের ব্যাপার। মিডিয়ার মাধ্যমে আমাকে খবর দেওয়া হবে কিনা, জানি না। তবে এর আগেও এরকম একাধিক চিঠি ভাইরাল হয়েছে।” বিশেষজ্ঞদের মতে, নিজের বক্তব্যের মধ্য দিয়ে কার্যত এইভাবে চিঠি ভাইরাল হওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -