এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে আরো ৬ টি মেডিক্যাল কলেজের অনুমোদন মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে আরো ৬ টি মেডিক্যাল কলেজের অনুমোদন মুখ্যমন্ত্রীর


ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্যব্যাবস্থাকে ঢেলে সাজাতে তৎপর ছিলেন মুখ্যমন্ত্রী মমতি বন্দ্যোপাধ্যায়। এমনকী এই কারনে স্বাস্থ্যমন্ত্রক তিনি নিজের হাতেই রেখেছেন। স্বাস্থ্যব্যাবস্থার উন্নয়নে যেমন জেলায় জেলায় মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েচে তেমনই বেশ কটি জেলায় সরকারের উদ্যোগে তৈরি হয়েছে মেডিক্যাল কলেজও। যার ফলে রাজ্যের বর্তমান তৃনমূল সরকারের ভোটব্যাঙ্ক আরও মজবুত হয়েছে। কিছুদিন আগেই রাজ্যে রায়গঞ্জ, কোচবিহার, ডায়মন্ডহারবার, রামপুরহাট, পুরুলিয়ায় মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

সূত্রের খবর, সরকারের ছাড়পত্র পাওয়ার পরই এই মেডিক্যাল কলেজের কাজও শুরু হয়ে গিয়েছে। আর এরই মাঝে ফের রাজ্যের জলপাইগুড়ি, আরামবাগ, ঝাড়গ্রাম, তমলুক, উলুবেড়িয়া ও বারাসতে মেডিক্যাল কলেজ স্থাপনের ছাড়পত্র দিল রাজ্য সরকার। জানা গেছে, এই নতুন মেডিক্যাল কলেজগুলির আসনসংখ্যা হবে 1000 টি। আর যা গড়তে খরচ হবে 200 থেকে 250 কোটি টাকা। হিসেব মত তা কেন্দ্র ও রাজ্য উভয়েরই খরচ করার কথা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

তবে এই খরচের প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “কেন্দ্র কি আমাদের দয়া করে না কি? ওটা আমাদেরই হকের টাকা।” মেডিক্যাল কলেজ স্থাপনের প্রসঙ্গে তিনি বলেন, “এই মেডিক্যাল কলেজ স্থাপনের মূল উদ্দেশ্যই হল চিকিৎসকের অভাব মেটানো এবং শিক্ষায় বাংলাকে এক নম্বরে নিয়ে আসা।” নবান্ন সূত্রের খবর, এই নতুন ছটি মেডিক্যাল কলেজের কাজ শেষ হলে রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা দাড়াবে 29 টি। আর এখানেই রাজ্যের প্রশাসনিক কর্তাদের আশা,  যদি সুষ্টুভাবে রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজের কাজ সম্পূর্ন হয় তবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের ” মেডিক্যাল এডুকেশন হাব হিসেবে পরিনত হবে এই বাংলা।” রাজনৈতিক মহলের মতে, সামনেই লোকসভা ভোট। তাই বিধানসভার মত সেখানেও নিজেদের অস্তিত্ব অটুট রাখতে অন্যান্য রাজ্যকে পেছনে ফেলে এই মেডিক্যাল কলেজ গড়ে স্বাস্থ্যব্যাবস্থায় সারা দেশের নজির হিসাবে বাংলাকেই তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!