এখন পড়ছেন
হোম > অন্যান্য > মেডিকেল অফিসার বা ল্যাব টেকনিশিয়ান হতে চান? — পশ্চিম বঙ্গ পৌরসভা নিয়ে এলো তেমন চাকরির সুযোগ

মেডিকেল অফিসার বা ল্যাব টেকনিশিয়ান হতে চান? — পশ্চিম বঙ্গ পৌরসভা নিয়ে এলো তেমন চাকরির সুযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পশ্চিমবঙ্গের পৌরসভার তরফ থেকে কয়েকটি শূন্য পদের জন্য কর্মী নিয়োগ পদ্ধতি শুরু হয়েছে। যোগ্যতাসম্পন্ন আগ্রহী চাকরি প্রার্থীরা ( পুরুষ মহিলা নির্বিশেষে) শীঘ্র আবেদন করুন অনলাইনে। তবে, আবেদন করার আগে জেনে নিন প্রয়োজনীয় তথ্যগুলি —

★শূণ্য পদগুলির নাম ঃ
১) মেডিকেল অফিসার
) ল্যাব টেকনিশিয়ান (গ্রেড III)

চাকরির ধরন ঃ- পূর্ণসময়ভিত্তিক

শূন্য পদ সংখ্যা ঃ- ৭১টি

 

মাসিক মাইনে ঃ- উল্লেখ নেই

বয়স সীমা ঃ- ১৮ – ৪০ বছর

চাকরির স্থান ঃ- পশ্চিম বঙ্গ

 

শিক্ষাগত যোগ্যতা ঃ
মেডিকেল অফিসার :- MBBS ডিগ্রী থাকতে হবে যে কোন ইউনিভার্সিটি থেকে কিন্তু সেটা স্বীকৃত হতে হবে মেডিকেল কাউন্সিল থেকে, এছাড়াও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে যেমন DPH/MD এবং এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ল্যাব টেকনিশিয়ান (গ্রেড III) :- মাধ্যমিক পাশ হতে হবে ওয়েস্টবেঙ্গলের বোর্ড থেকে এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এর ডিপ্লোমা থাকতে হবে যেকোনো ইনস্টিটিউট থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★প্রতিষ্ঠানের নাম ঃ– পশ্চিমবঙ্গের পৌরসভা ( West Bengal Municipal Service Commission )

আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ঃ-.০৪.০৯.২০২০

আবেদন করতে ইচ্ছুক ব্যাক্তিদের আরও বিস্তারিত জানতে যোগাযোগ করতে বলা হচ্ছে নিম্নলিখিত ওয়েবসাইটের মাধ্যমে —
https://www.mscwb.org         এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনি আবেদন করতে পারেন।
আর তবে দেরি কেন? শীঘ্র আবেদন করতে ঢুকে পড়ুন ওই ওয়েবসাইট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!