এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনা-কালে প্রয়োজন বিপুল পরিমান ডাক্তার-নার্স, রাজ্যবাসীর হাসি চওড়া করে বিশাল ঘোষণা মমতার!

করোনা-কালে প্রয়োজন বিপুল পরিমান ডাক্তার-নার্স, রাজ্যবাসীর হাসি চওড়া করে বিশাল ঘোষণা মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের মেডিক্যাল শিক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের এক বিরাট ঘোষণা। রাজ্যের এমবিবিএস পড়ুয়াদের আসন সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের এমবিবিএস পড়ুয়াদের আসন সংখ্যা বাড়িয়ে এবারে করা হলো ৪০০০। আজ মঙ্গলবার এ বিষয়ে একটি টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত রাজ্যের এমবিবিএস শিক্ষার্থীদের আসন সংখ্যা অপর্যাপ্ত থাকার অভিযোগ দীর্ঘ সময় ধরে শোনা যাচ্ছিল। অনেক অনেক সময় আসন না পেয়ে রাজ্যের অনেক মেধাবী মেডিক্যাল পড়ুয়ারা ভিন রাজ্যে পাড়ি দিতে শুরু করেছেন। সেই পরিস্থিতিতে বিশেষ সুখবর শোনা গেল মুখ্যমন্ত্রীর ঘোষণায়। আজ মঙ্গলবার টুইট করে মুখ্যমন্ত্রী জানালেন যে, পুরুলিয়ার সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এ বছর প্রথম এমবিবিএস ব্যাচের পড়াশোনা শুরু হতে চলেছে। এবছর থাকবে ১০০ টি এমবিবিএস আসন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজে আরও ১৫০ টি এমবিবিএস আসন বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, করোনা সংক্রমণকালে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও মজবুত করার লক্ষ্য নিয়ে মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই করোনা হাসপাতালগুলোতে অধিক পরিমাণে নার্সদের নিযুক্ত করার নির্দেশ দিয়েছিলেন। এ প্রসঙ্গে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, এ বিষয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ফাইলে স্বাক্ষর করে দিয়েছেন। ফলে খুব শীঘ্রই করোনা হাসপাতালগুলিতে নিযুক্ত হতে চলেছেন ২৪৭৫ জন নার্স।

করোনা সংক্রমণ কালে করোনা হাসপাতালে নার্সের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্যের এমবিবিএস পড়ুয়াদের জন্য আসন সংখ্যা বৃদ্ধির মুখ্যমন্ত্রীর ঘোষণায় আশার আলো দেখছেন রাজ্যের মানুষ। এরফলে একদিকে যেমন বাড়বে চিকিৎসা পরিষেবা মান, আবার অন্যদিকে, মেধাবী পড়ুয়াদের অন্য রাজ্যে চলে যাওয়ার প্রবণতা বেশ কিছুটা কমতে পারে বলে আশা করছেন অনেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!