এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক অমিত শাহ, বাড়ছে জল্পনা!

মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক অমিত শাহ, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় পদ্ম ফোটানোর লক্ষ্যে ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতা নেত্রীরা ঝাঁপিয়ে পড়েছেন। সপ্তাহে একবার করে রাজ্যে আসতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। আজ রবিবার দুজনেই বাংলায় রয়েছেন। ইতিমধ্যেই মেদিনীপুরে একটি সভা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর দলীয় সভা শেষ করে এবার পূর্ব মেদিনীপুরের সাংগঠনিক বৈঠক শুরু করে দিয়েছেন তিনি। স্বাভাবিক ভাবেই এই বৈঠক কেন্দ্র করে এবার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে জল্পনা।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুক্ষণ আগেই মেদিনীপুরের সভা শেষ করেছেন অমিত শাহ। আর তারপরই মেচেদা গেস্ট হাউজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। বর্তমানে সেখানে বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। যে বৈঠকে জেলার সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা রয়েছেন বলে খবর। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া বা আইটি সেলের কর্মীরাও এই বৈঠকে অংশগ্রহণ করেছেন বলে জানা যাচ্ছে।

একাংশ বলছেন, 2021 এর বিধানসভা নির্বাচনে মেদিনীপুর বিজেপির কাছে প্রধান টার্গেট। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শিশির অধিকারী ইতিমধ্যেই গেরুয়া শিবিরে যোগদান করেছেন। তাই এই পরিস্থিতিতে সেই মেদিনীপুর তৃণমূলের শক্ত ঘাঁটি হলেও, এবার সেখানে প্রতিটি আসনে যাতে জয়লাভ করা যায়, তার জন্যই অমিত শাহ এই গুরুত্বপূর্ণ বৈঠক করছেন বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, বিজেপি শীর্ষ নেতৃত্ব কোনোমতেই এবার বাংলা দখলের সুযোগকে হাতছাড়া করতে চাইছে না। নানা প্রশাসনিক কাজ থাকা সত্ত্বেও, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় সভা-সমিতি করে বুঝিয়ে দিতে চাইছেন, বাংলা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর এই পরিস্থিতিতে সভা-সমিতি করার পর বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে দিয়ে 2021 এ কিভাবে জয়লাভ করতে হবে, তার জন্য বার্তা দিয়ে দিতে পারেন অমিত শাহ।

আর সেই কারণেই মেদিনীপুরের সমস্ত নেতৃত্বদের নিয়ে গেস্ট হাউসে বৈঠক শুরু করেছেন তিনি। মূলত বিধানসভা নির্বাচনের প্রচার কিভাবে করতে হবে এবং কিভাবে জয় আসবে, তার ব্যাপারে এই বৈঠকে নির্দেশ দিতে পারেন বিজেপির সর্বভারতীয় চাণক্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বৈঠক শেষে কি বিষয়ে আলোচনা হল, তা নিয়ে কোনো গোপন তথ্য প্রকাশ্যে আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!