এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মেদিনীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠদের পার্টি অফিস থেকে নেমে যাচ্ছে তৃণমূলের পতাকা, বদলে যাচ্ছে রঙ!

মেদিনীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠদের পার্টি অফিস থেকে নেমে যাচ্ছে তৃণমূলের পতাকা, বদলে যাচ্ছে রঙ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত শুক্রবার রাতে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সে রাতেই শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ৬টি তৃণমূল কার্যালয়ে তৃণমূলের পতাকা নামিয়ে বিজেপির পতাকা উড়তে দেখা যাচ্ছে। আর এবার মেদিনীপুর শহরের এক তৃনমূল কার্যালয়ের রং বদলে গেল। আর তাতেই জল্পনা বাড়লো। এবার কি তবে বিজেপিতে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী?

প্রসঙ্গত মেদিনীপুর শহরের স্টেশন রোডের কাছে চার্চস্কুলের সামনে তৃণমূলের এক দলীয় অফিস রয়েছে। যেখানে মূলত শুভেন্দু অধিকারীর অনুগামীদের আনাগোনা। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পর এই অফিসটির রং বদলে হলুদ করা হল। সেইসঙ্গে অফিসের দেয়াল থেকে দলের নাম লেখা সাইনবোর্ড খুলে দেয়া হয়েছে।

তৃণমূলের এই পার্টি অফিসটি গড়ে উঠেছিল শুভেন্দু অধিকারী ঘনিষ্ট তৃণমূল নেতা স্নেহাশিস ভৌমিকের চেষ্টায়। কয়েক বছর আগে যুব তৃনমূলে ছিলেন স্নেহাশিস ভৌমিক। সেসময় তৈরি হয়েছিল এই পার্টি অফিসটি। অনেকদিন ধরে মেদিনীপুর শহর তৃণমূল যুব কার্যালয় ছিল পার্টি অফিসটি। এর দেয়ালে সংগঠনের নাম লেখা ছিল। এই পার্টি অফিসটি উদ্বোধন করেছিলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সম্প্রতি, এর দেয়ালে হলুদ রং করা হয়েছে এবং দেয়াল থেকে সংগঠনের নাম সরিয়ে দেয়া হয়েছে।

তবে এ প্রসঙ্গে স্নেহাশিস ভৌমিক জানিয়েছেন যে, অফিসের রং পুরনো হয়ে গিয়েছিল বলে নতুন রং করা হয়েছে। সেখানে দলের নাম থাকবে। এই ব্যাপারটি নিয়ে জল্পনার কিছুই নেই। তিনি জানিয়েছেন অফিসটি, তাঁদের ছিল, তাঁদেরই থাকবে। অন্যদিকে, এ প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি জানালেন যে, এখানে ঠিক কি হয়েছে? তা তাঁর জানা নেই। এ বিষয়ে খোঁজ নেবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমন ধরনের কথাই বললেন মেদিনীপুর শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। তবে স্নেহাশিস ভৌমিকের সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে। গত শনিবার মেদিনীপুরে সুব্রত বক্সীর দলীয় সভায় তাঁকে আমন্ত্রণ করা হয়নি। তবে, স্নেহাশিস ভৌমিক জানিয়েছেন যে, দলের সঙ্গে তাঁর কোনো দূরত্ব বাড়েনি। তিনি এখনও দলেই আছেন।

এদিকে কিছুদিন আগে মেদিনীপুরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। সে সময় তাঁর অনুগামীদের কাঁধে হলুদ রঙের পতাকা দেখা গিয়েছিল। এবার এই পার্টি অফিসের দেয়ালে দেখা যাচ্ছে হলুদ রং। শুভেন্দু অধিকারীর অনুগামীরা অবশ্য জানিয়েছেন যে, বিষয়টি একেবারেই কাকতালীয়। এক তৃণমূল কর্মী জানালেন, যে রং হাতের কাছে পাওয়া গিয়েছিলো, তা দিয়েই পার্টি অফিসের দেয়াল রং করা হয়েছে। রং নিয়ে তাদের কোনো ছুৎমার্গ ছিলনা। পার্টি অফিসটির সংস্কার করা হয়েছে।

অন্যদিকে শনিবার মেদিনীপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী জানালেন যে, শুভেন্দু অধিকারী দলেই আছেন। কিন্তু পার্টি অফিসের রং বদল নিয়ে নানা গুঞ্জন শুরু হলো। অন্যদিকে গতকাল সকালে শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া ফ্লেক্স পাওয়া গেলো মল্লিকচকে, রাস উৎসব প্রাঙ্গণের ধারে। যেখানে শুভেন্দু অধিকারীর ছবির নিচে লেখা আছে ‘ক্ষমতার জন্য নয়, মানুষের কাজ করার জন্য আমাদের রাজনীতি’ অথবা,  ‘তাই তো বলি বাংলাতে ভাই, শুভেন্দুদা তোমাকে চাই।’ তবে, পার্টি অফিসের রং বদল নিয়ে বিতর্কে কিছুতেই জল ঢালা যাচ্ছে না।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!