এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মেদিনীপুরের পর এবার হাওড়া- পারবে কি তৃণমূল স্নায়ুর চাপ সামলাতে?

মেদিনীপুরের পর এবার হাওড়া- পারবে কি তৃণমূল স্নায়ুর চাপ সামলাতে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পূর্ব মেদিনীপুরের পর এবার হাওড়া। শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব ব্যানার্জি। একের পর এক তৃণমূলের সৈনিক চলে যাচ্ছেন। ফলস্বরূপ তৃণমূলের দুর্গের ইঁট কিন্তু একে একে খসে পড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যেখানে সামনেই একুশের বিধানসভার নির্বাচন, সেখানেই একের পর এক বলিষ্ঠ সেনা তৃণমূল ছেড়ে চলে যাওয়ায় তৃণমূল সুপ্রিমো যে এই মুহূর্তে ব্যাপক চাপের মুখে, সেকথা একবাক্যে মেনে নিচ্ছে রাজনৈতিক মহল। এককথায় ধরে নেওয়া যেতেই পারে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে হাওড়া জেলাতেও তৃণমূলের একটা বড় অংশে ধ্বস নামবে। সুতরাং গেরুয়া শিবিরের পক্ষে এবার পূর্ব মেদিনীপুরের সাথে হাওড়া জেলাও।

কিছুদিন আগেই দেখা গেছে, শুভেন্দু অধিকারীর সাথে তৃণমূলের 6 বিধায়ক, এক সাংসদ এবং এক প্রাক্তন সংসদ সহ বহু নেতা-নেত্রী বিজেপিতে যোগদান করেছেন। এবার হাওড়াতেও কি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের এক ঝাঁক নেতা-নেত্রী যেতে চলেছেন গেরুয়া শিবিরে? প্রসঙ্গত, কিছুদিন আগে অমিত শাহের হাত ধরেই বিজেপিতে প্রবেশ করেছিলেন শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের একঝাঁক নেতা নেত্রী। আর এবারেও সেই অমিত শাহের রাজ্যে আসার প্রাক্কালে রাজীব বন্দ্যোপাধ্যায় দল ছাড়লেন। যথারীতি তৃণমূলের গোড়া কেটে দিতে তৎপর বিজেপি।

বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, তৃণমূল থেকে যেভাবে একের পর এক নেতা প্রতিপক্ষ দলে চলে যাচ্ছেন, তাতে করে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে পড়ছেন। রাজ্যে প্রথম সারির নেতারা কিন্তু এই মুহূর্তে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। ফলে একুশের ভোটের আগে তৃণমূলের সংকট কিন্তু শিয়রে। বিগত বেশ কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, হাওড়া জেলার তৃণমূলের বেসুরো নেতারা এবার ডুমুরজলায় অমিত শাহের সভায় বিজেপিতে যোগদান করতে পারেন। দিনের শেষে সেই সম্ভাবনাই উজ্জ্বল হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই তালিকায় রাজীব বন্দ্যোপাধ্যায় সহ উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষ, বালির বিধায়ক বৈশালী ডালমিয়া, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নাম একপ্রকার চূড়ান্ত। সম্প্রতি অরূপ রায় ঘনিষ্ঠ হাওড়ার যুব তৃণমূল সভাপতি অনুপম ঘোষ পদত্যাগ করেছেন। খুব স্বাভাবিকভাবেই তাঁর নামও দলবদলের তালিকায় ঘোরাফেরা করছে। পাশাপাশি হাওড়ার প্রাক্তন সভাপতি লক্ষ্মীরতন শুক্লা মন্ত্রীত্ব ও দল ছাড়তেই তাঁর নামও সেই একই তালিকায় ঘুরে বেড়াচ্ছে।

মেদিনীপুরের পর এবার হাওড়া জেলাতেও তৃণমূলের জন্য ঘোর সংকট  তৈরি করতে চলেছে গেরুয়া শিবির। বিশেষজ্ঞদের মতে, রাজ্যের একের পর এক জেলায় তৃণমূল শিবিরে ভাঙন ধরাচ্ছে বিজেপি। খুব স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রীর কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। ক্রমশ তৃণমূল দুর্বল হয়ে পড়ছে। প্রশ্ন উঠছে, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল তার জয় কি ধরে রাখতে পারবে? মূলত মেদিনীপুরের পর এবার হাওড়া জেলাও ক্ষমতা দখলের চ্যালেঞ্জ হয়ে উঠল তৃণমূলের কাছে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!