এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যে পরিবর্তনের পরিবর্তন করতেই কি মোদীর সভা মেদিনীপুরে, বাড়ছে জল্পনা

রাজ্যে পরিবর্তনের পরিবর্তন করতেই কি মোদীর সভা মেদিনীপুরে, বাড়ছে জল্পনা

স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুর। এই মাটি থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের উথ্থান-পতন হয়েছে। বাংলার 34 বছরের বাম সরকারকে সরিয়ে বর্তমান তৃনমূল সরকার ক্ষমতায় আসার পেছনেও বড় ভূমিকা রয়েছে মেদিনীপুরের। সদ্যসমাপ্ত পঞ্চায়েত ভোটে মূলত জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করেছে বিজেপি। যা নিঃসন্দেহে চাপের কারন শাসকদলের কাছে। কদিন আগেই এই জঙ্গলমহলেই এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আর এবার ফের মেদিনীপুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেকে মনে করছেন, বাম সরকারকে সরাতে তৃনমূল নেত্রীর পাখির চোখ ছিল এই জঙ্গলমহলই। ঠিক একই কায়দায় সেই তৃনমূল সরকারকে সরাতে এখন বিজেপিরও মূল টার্গেট সেই জঙ্গলমহল। রাজনৈতিক মহলের ধারনা, এরাজ্যে লোকসভায় আসন বাড়াতে এই মেদিনীপুরের সভা থেকেই তৃনমূলের বিরুদ্ধে সুর চরিয়ে বঙ্গবাসীর মনে জায়গা করার চেষ্টা করবেন নরেন্দ্র মোদী। তবে বিজেপি অবশ্য এসব কিছুই মানতে নারাজ। তাঁদের দাবি, ধান সহ 14 টি খারিফ শষ্যের সহায়কমূল্য বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার, সেকারনেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতেই আগামী 16 ই জুলাই মেদিনীপুরের কলেজিয়েট স্কুলের মাঠে এই সবার আয়োজন করা হয়েছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি শমিত দাস বলেন, ” মেদিনীপুরে সভা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন রেখেছিলাম। উনি সাড়া দিয়েছেন। আমাদের বিশ্বাস রাজ্য থেকে তৃনমূলকে উৎখাত করার বার্তাই এই সভা থেকে দেবেন তিনি। তবে অনেকেই এই মেদিনীপুরের মাটিতে এর আগে সভা করে গেছেন। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কি মমতা বন্দ্যোপাধ্যায়, নয়ের দশকে এসেছিলেন বিজেপির লালকৃষ্ন আডবানী, 1984 সালে 30 অক্টোবর এই মেদিনীপুর মাঠে সভা করেছেন রাজীব গান্ধী, আর তাঁর পরদিনই নিহত হন ইন্দিরা গান্ধী। স্বাভাধিকভাবেই ইতিহাসের পাতাতেও একটা আলাদা স্থান রয়েছে এই মেদিনীপুরের। আর সেইখানেই আগামী 16 ই জুলাই সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যা ঘিরে বিজেপি নেতা কর্মীদের উন্মাদনা চরমে। তবে মোদীর এই সভাকে গুরুত্ব দিচ্ছে না তৃনমূল। সে প্রসঙ্গেই তৃনমূল জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাছে বিজেপির মোদীর এই সভা কোনোভাবেই আঁচর কাটতে পারবে না। রাজনৈতিক পর্যবেক্ষদের মতে, গত বছর 9 আগষ্ট “ভারত ছাড়ো আন্দোলনের দিন এই মেদিনীপুরের মাঠেই সভা করে “বিজেপি তুমি ভারত ছাড়ো” এই স্লোগান তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আর সেই সভারই পাল্টা হিসেবে এবছর সেই একই মাঠ থেকে তৃনমূলকে বাংলা থেকে হঠানোর জন্য নরেন্দ্র মোদীর এই সভা। এখন তৃনমূলকে সরাতে লোকসভার আগে মেদিনীপুরের এই সভা থেকে ঠিক কি বার্তা দেন মোদী সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!