এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > ভোট যত এগিয়ে আসছে মেদিনীপুর জুড়ে শাসকদলের বিরুদ্ধে তত সন্ত্রাসের অভিযোগ বাড়ছে বিরোধীদের

ভোট যত এগিয়ে আসছে মেদিনীপুর জুড়ে শাসকদলের বিরুদ্ধে তত সন্ত্রাসের অভিযোগ বাড়ছে বিরোধীদের

ইতিমধ্যেই রাজ্যে চতুর্থ দফার প্রায় 18 টি লোকসভা কেন্দ্রের নির্বাচন সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আরও তিন দফার নির্বাচন। তবে সেই তিন দফায় নির্বাচন সুষ্ঠু ও অবাধে পরিণত করতে কমিশনের কাছে আর্জি জানিয়েছে বিরোধীরা। কিন্তু যতই ভোট এগিয়ে আসছে, ততই যেন উত্তাপের পারদ চড়ছে মেদিনীপুরে। আর যাকে ঘিরে এখন শাসক বনাম বিরোধীর অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম এলাকা।

সূত্রের খবর, গত সোমবার রাতে গোয়ালতোড় থানার নোয়ারি এলাকায় গড়বেতা থেকে বাড়ি ফেরার পথে বিজেপির তিন কর্মীকে মারধরের অভিযোগ ওঠে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনায় আহত বিজেপি কর্মীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল হারের ভয়ে আগেভাগেই এলাকায় সন্ত্রাস সৃষ্টি করছে বলে অভিযোগ জানান বিজেপি নেতা মদন রুইদাস। পাল্টা বিজেপিই তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের চেষ্টা করছে বলে দাবি করেন গরবেতা 1 ব্লক তৃণমূলের সভাপতি সেবাব্রত ঘোষ।

এদিকে গত মঙ্গলবার সকালে বলরামপুরের এক বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও বা এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত থানায় কোনো পক্ষই কোন অভিযোগ দায়ের করেনি বলেই জানা গেছে। অন্যদিকে রবিবার ভগবানপুর 1 ব্লকের মহম্মদপুর মধ্যপাড়া এলাকায় বিজেপি সমর্থক রঞ্জিত মাইতির বাড়িতে ঢুকে শাসকদলের কর্মী সমর্থকরা ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ জানানো হয়েছে গেরুয়া শিবিরের তরফে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বিজেপির আক্রান্ত রঞ্জিত মাইতি বলেন, “দুষ্কৃতীরা গভীর রাতে আমার বাড়িতে ঢুকে আমাকে এবং আমার স্ত্রীকে ব্যাপক মারধর করে। আমার ছেলে সক্রিয় বিজেপি কর্মী হওয়াতেই এই হামলা চালানো হয়েছে।” এদিকে এই ব্যাপারে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে যাতে ব্যবস্থা না হয় তার জন্য পুলিশের কাছে তারা আর্জি জানিয়েছেন বলে জানান ভগবানপুর উত্তর মণ্ডলের বিজেপি সভাপতি দেবব্রত কর।

অন্যদিকে এই প্রসঙ্গে সমস্ত ঘটনাকে অস্বীকার করে ব্লক তৃণমূল সভাপতি মদনমোহন পাত্র বলেন, “আসলে সামান্য কোন মারামারি বা ঝামেলাকে রাজনৈতিক রঙ দিয়ে বিজেপি এলাকায় উত্তেজনা ছড়াতে চাইছে। তৃণমূল এই ধরনের কোনো ঘটনাতেই জড়িত নয়।” এদিকে মহম্মদপুরের পাশাপাশি বেলদাতে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযোগ, সোমবার কলেজ রোড সংলগ্ন এলাকায় বিজেপির কর্মীরা দলীয় পতাকা টাঙ্গালেও মঙ্গলবার সকালে সেই সমস্ত পতাকা সেখান থেকে খুলে নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। তাহলে কি বিজেপির তোলা এই অভিযোগ সত্যি?

এদিন এই প্রসঙ্গে স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি মিহির চন্দ বলেন, “তৃণমূল কর্মীদের অত সময় নেই। ভোটের সময় প্রচারের আলোয় আসতে নিজেদের পতাকা নিজেরাই খুলে ফেলে দিয়ে এখন বিজেপি তৃণমূলের ওপর দায় চাপাচ্ছে।” সব মিলিয়ে এবার ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক বনাম বিরোধীর অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠছে মেদিনীপুর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!