এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > মেদিনীপুরে তৃণমূলের সভা থেকে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে নিন এক নজরে

মেদিনীপুরে তৃণমূলের সভা থেকে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখে নিন এক নজরে

আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে তৃণমূলের সভা থেকে কি কি বক্তব্য রাহলেন দেখে নিন একনজরে —

আজকের সমাবেশ এক ঐতিহাসিক সমাবেশ, সমাবেশে যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ দিন বিজেপি-কে ও আক্রমণ করতে ছাড়লেন না। বললেন প্রধানমন্ত্রী এসে একটা সমাবেশ করেছে যার নাম দিয়েছেন কৃষক কল্যাণ সমাবেশ অথচ কৃষকদের জন্য একটা ভালো কাজ করেননি। কোটি টাকা খরচ করে প্যান্ডেল তৈরি করেছে। যারা কোটি টাকা খরচ করে প্যান্ডেল বাঁধতে পারেনা তারা আবার দেশ চালাবে কি করে? এদিকে দীলিপবাবু বলছেন এরপর বাংলা দখল করবেন আমরা বলছি আগে ভালো করে প্যান্ডেল বাঁধতে শিখুন তারপরে বাংলার কথা ভাববেন। প্রধানমন্ত্রী কৃষি করলাম সমাবেশে একটা অণুবীক্ষণ যন্ত্রের খুঁজলেও কৃষকদের খুঁজে পাওয়া যায়নি।পড়শি রাজ্য থেকে লোক এনে সভা ভরানোর চেষ্টা করে ওরা। আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাস করি। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু-মুসলিম বিভাজন করেন না। মানুষ নিজের ইচ্ছাতে এই সমাবেশে এসেছেন, সকলে আসতে পারেননি। রাস্তাতেও প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। এটা জনসমুদ্র নয় তার থেকেও বেশি।কেননা সমুদ্রের শেষ দেখতে পাওয়া যায় কিন্তু এই জনসমাবেশের কোন শেষ দেখতে পাওয়া যাচ্ছে না। তার জন্য যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজেপির বাইরে থেকে লোক এনেছে চারটে রাজ্য থেকে লোক এনেছে। এদেরকে বাইরে থেকে লোক এনে সভা ভারতে হয় আমাদেরকে মানুষ ভালোবেসে আমাদের সবাই আসে। আমাদেরকে ধমকে চমকে কোন লাভ নেই.এখানে এসে উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী কোনো কথা বলতে পারেননি শুধু একের পর এক মিথ্যা কথা বলে গেছেন। এখন একনায়কতন্ত্র চলছে আমাদের দেশে। ছাউনি করে লাভ নেই যদি হয় খোলা মাঠে সভা করে দেখাও দেখবো কত ধানে কত চাল। বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস সিন্ডিকেট করেছে আমি বলছি করেছে মানুষের সিন্ডিকেট করেছে। ৩৪ বছরের বাম শাসনকে উচ্ছেদ করে শান্তি প্রতিষ্ঠা করেছে তার সিন্ডিকেট করেছে। বিমল গুরুং দের অশুভ আঁতাতকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করে সিন্ডিকেট করেছে। জঙ্গলমহলে মহাভারতের শেষ করে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আগামী দিনেও সিন্ডিকেট করছে দেশ থেকে বিজেপি হাটাও সিন্ডিকেট।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!