এখন পড়ছেন
হোম > জাতীয় > মেঘালয়েও পড়ুয়াদের ল্যাপটপ, ইশতেহারে বড় ঘোষণা তৃণমূলের!

মেঘালয়েও পড়ুয়াদের ল্যাপটপ, ইশতেহারে বড় ঘোষণা তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অনলাইন পড়াশোনার ক্ষেত্রে বাংলায় পড়ুয়াদের স্মার্ট ফোন দিয়েছে রাজ্য সরকার। আর এবার মেঘালয়ে ইশতেহার প্রকাশ করতে গিয়ে সেই রকমই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে উচ্চমাধ্যমিকের সমস্ত পড়ুয়াকে ক্ষমতায় এলে ল্যাপটপ দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি। যাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, এদিন মেঘালয়ে গিয়ে দলীয় ইশতেহার প্রকাশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই উচ্চমাধ্যমিকের সমস্ত পড়ুয়াদের ল্যাপটপ দেওয়ার কথা জানিয়ে দেন তিনি। এদিন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারতবর্ষ ডিজিটাল হতে শুরু করেছে। কিন্তু কেউ ছাত্র-ছাত্রীদের জন্য ভাবছে না। একমাত্র তৃণমূল ছাত্র-ছাত্রীদের ডিজিটালি উন্নতি করতে ল্যাপটপ দেওয়ার কাজ শুরু করেছে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত বাংলার মত ক্ষমতা এলে মেঘালয়েও যে ল্যাপটপ দিয়ে পড়ুয়াদের সহযোগিতা করা হবে, তা জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!