এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মেঘালয়ে শুরুতেই হোঁচট খেলো তৃণমূল, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর !

মেঘালয়ে শুরুতেই হোঁচট খেলো তৃণমূল, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো সরগরম জাতীয় রাজনীতি। শাসক দল বিজেপি কার্যত নিশ্চিত যে, তাদের প্রার্থী দ্রৌপদী মুর্মুর জয় শুধু সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে, সেখানেও অনেকে দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে বলে আশা রাখছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে মেঘালয়ে তৃণমূল কংগ্রেস ঘটা করে সংগঠন শুরু করলেও, সেখানে যারা তৃণমূলের যোগ দিয়েছিলেন, তারাও দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়েছেন বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের মেঘালয়ে দুয়ার শূন্য হয়ে গিয়েছে। আজকে মেঘালয়ে তৃণমূলের যে 12 জন ঢাকঢোল পিটিয়ে নবান্নতে যোগদান করেছিলেন, যেটা কোনোদিন কেউ করেননি, সেই 12 জন প্রকাশ্যে দ্রৌপদী মুর্মুকে ভোটদান করে মেঘালয় থেকে তৃণমূল নামক আবর্জনাটাকে তুলে ফেলে দিয়েছেন।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে কার্যত অন্য রাজ্যের তৃণমূলের সংগঠন বিস্তার নিয়ে ঘাসফুল শিবিরকে চাপের মুখে ফেলে দিলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!