এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ম্যারাথন বৈঠকেও বেরোলো না রফাসূত্র, প্রার্থী বাছতে হিমশিম খাচ্ছে বিজেপি!

ম্যারাথন বৈঠকেও বেরোলো না রফাসূত্র, প্রার্থী বাছতে হিমশিম খাচ্ছে বিজেপি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার ক্ষমতা তারাই দখল করবে, এমনটাই আত্মবিশ্বাস পূর্ণ বক্তব্য রাখতে দেখা যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি নেতাদের‌। কিন্তু বিধানসভা নির্বাচনে লড়াই করতে গেলে তো আগে প্রার্থী চয়ন করতে হবে! কিন্তু সেই প্রার্থী বাছাই করতে গিয়েই এখন কার্যত হিমশিম খেতে হচ্ছে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার দিল্লির বাসভবনে ব্রিগেডের নেতাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে নটা থেকে সেই বৈঠক শুরু হলেও সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত কোনো রফাসূত্র খুঁজে পায়নি বিজেপি। দলের বিশ্বস্ত সূত্র মারফত এই খবরই এখন সামনে আসছে। স্বাভাবিক ভাবেই একদিকে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে প্রার্থী নিয়ে অসন্তোষ এবং অন্যদিকে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ না হওয়ায় বিজেপি নেতা কর্মীরা ঠিকমত প্রচারে নামতে পারছেন না। স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে সমস্যা। তাই এই পরিস্থিতিতে অবিলম্বে যদি প্রার্থী নিয়ে বিজেপি সমস্যা মেটাতে সক্ষম না হয়, তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব একটা সুখকর হবে না বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত রাজ্যে 123 টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি। তবে এদিন নির্বাচন কমিটির বৈঠকের পর আরও চারটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে তারা। কিন্তু অতীতে ঘোষণা করা প্রার্থী তালিকা নিয়ে নানা জেলায় তৈরি হয়েছে অসন্তোষ। ইতিমধ্যেই তা কেন্দ্রীয় নেতাদের কাছে পৌঁছেছে। আর তারপরই গোষ্ঠীদ্বন্দ্ব সামলানোর ব্যাপারে এবার রাস্তা খুঁজতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষ সূত্র মারফত খবর, গোষ্ঠীদ্বন্দ্ব সামলানোর জন্য রাজ্য নেতাদের মতামত জানতে চেয়েছে কেন্দ্রীয় বিজেপি। আর তারপরেই প্রার্থী নিয়ে যাতে দ্বন্দ্ব তৈরি না হয়, তার জন্য আগামী দিনে যে সমস্ত আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করবে, সেখানে যাতে বর্তমান সাংসদের প্রার্থী করা হয়, সেই কথাটি বিজেপি শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে বলে খবর।

বলা বাহুল্য, দুই-একদিনের মধ্যেই বিজেপির পরবর্তী প্রার্থী তালিকা প্রকাশ হয়ে যাবে। যেখানে প্রার্থী নিয়ে যাতে অসন্তোষ তৈরি না হয়, তার জন্যই বর্তমান সাংসদদের মধ্যে অনেককে প্রার্থী হওয়ার ব্যাপারে বলা হয়েছে। তবে এই বিষয় নিয়ে একটা সমস্যা রয়েছে। কেননা ইতিমধ্যেই একাধিক আসনে বর্তমান বিজেপি সাংসদদের প্রার্থী করা হয়েছে। যার পরেই পক্ষ থেকে বলা হয়েছে, বিজেপির কোনো মুখ নেই।

তাই সাংসদদের বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী করতে হচ্ছে। স্বাভাবিক ভাবেই একদিকে নিজেদের ঘর সামলানো এবং অন্যদিকে তৃণমূলের মুখ বন্ধ করা, এখন কার্যত দু-তরফা সমস্যায় পড়েছে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিক ভাবেই প্রার্থী চয়ন থেকে শুরু করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেওয়া, দুই কাজে সফলতা লাভ করতে বিজেপির পক্ষ থেকে পরবর্তী প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!