এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন” বিজেপির অভিযোগে ব্যাপক চাপে রাজ্য!

“মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন” বিজেপির অভিযোগে ব্যাপক চাপে রাজ্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কলকাতা পৌরসভার নির্বাচন থেকেই রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। প্রতি সময় তারা বলার চেষ্টা করছে, নির্বাচন কমিশন শাসক দলের হয়ে কাজ করছে। আর এই পরিস্থিতিতে চার পুরনিগমের ভোট ঘোষণার দিন সর্বদল বৈঠক বয়কট করে নির্বাচন কমিশনকে রীতিমতো মেরুদণ্ডহীন বলে আখ্যা দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কথামতো নির্বাচন কমিশন চলছে বলেও দাবি করলেন তিনি। স্বাভাবিক ভাবেই একটি সাংবিধানিক সংস্থার বিরুদ্ধে অর্জুন সিংহের এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত, সোমবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি দলকে নিয়ে একটি বৈঠক ডাকা হয়। কিন্তু সেই বৈঠক বয়কট করে ভারতীয় জনতা পার্টি। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সরব হয় গেরুয়া শিবির। এদিন এই প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ বলেন, “কমিশনের কোনো মেরুদন্ড নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো কাজ করছে নতুন ভোটারদের বাদ দিয়ে ভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। তাই আমরা এই বৈঠক বয়কট করলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, বারবার বিজেপির পক্ষ থেকে এই দাবি করা হয়েছে যে, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। এবারেও জেলার ভোটগুলো ঘোষণার দিন সেই বৈঠক বয়কট করে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল ভারতীয় জনতা পার্টি। যার জেরে ব্যাপক চাপে পড়ে গেল রাজ্য বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!