এখন পড়ছেন
হোম > রাজ্য > মেট্রোর স্মার্টকার্ড রিচার্জের নামে অ্যাকাউন্ট হচ্ছে সাফ! প্রতারণা চক্রের নতুন ফাঁদে কলকাতা?

মেট্রোর স্মার্টকার্ড রিচার্জের নামে অ্যাকাউন্ট হচ্ছে সাফ! প্রতারণা চক্রের নতুন ফাঁদে কলকাতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি কলকাতা মেট্রো পরিষেবা পুনর্বার চালু হতে চলেছে। আর এবারে মেট্রো পরিষেবায় টোকেন এর পরিবর্তে স্মার্ট কার্ড এর ব্যবহারের কথা জানানো হয়েছে। আর এরপর থেকেই স্মার্ট কার্ড রিচার্জ করিয়ে দেবার নাম করে গত কয়েকদিনে কলকাতা ও শহরতলির বেশ কিছু ব্যক্তির ব্যাংক একাউন্ট থেকে টাকা লোপাট করার কথা শোনা যাচ্ছে। সম্প্রতি করোনা সংক্রমনের কারণে অনলাইন লেন-দেন অনেকটাই বৃদ্ধি পেয়েছে। একে কাজে লাগিয়েই বিভিন্ন প্রতারক সংস্থা মোবাইল, অক্সিমিটার, শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, গাড়ি মোটর বাইকের লোভ দেখিয়ে বহু মানুষের অর্থ আত্মসাৎ করেছে। এবারে মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ করিয়ে দেবার নাম করে ঝেড়ে দিচ্ছে বহু মানুষের কষ্টার্জিত অর্থ।

স্মার্ট কার্ড রিচার্জ করিয়ে দেবার নাম করে কয়েকদিন ধরে কলকাতা ও কলকাতার শহরতলীর বহু মানুষের ব্যাংক একাউন্ট থেকে টাকা হাপিস করার অভিযোগ উঠেছে প্রতারক সংস্থার বিরুদ্ধে। ব্যাঙ্ক একাউন্ট থেকে অর্থ লোপাট করতে প্রথমে ওই প্রতারক সংস্থা থেকে ফোন করা হয়। ফোনে বলা হয়, ” মেট্রো রেল থেকে ফোন করা হচ্ছে। আপনার স্মার্ট কার্ডটি রিচার্জ না করলে বন্ধ হয়ে যাবে। এখন অনলাইনেই কার্ড রিচার্জ হচ্ছে।”

এদেরকে বিশ্বাস করে কেউ যদি জানান যে তার মেট্রোর স্মার্ট কার্ড আছে। তৎক্ষণাৎ তাকে প্রশ্ন করা হয় যে, তিনি কত টাকা রিচার্জ করাতে চান? এরপর রিচার্জের অঙ্ক বলবার পরেই তাকে পাঠানো হয় কিউআর কোড। মোবাইলের মধ্যে থাকা কোনো লেনদেনের অ্যাপ থেকে এই কোডটি স্ক্যান করে টাকা পাঠালেই তা রিচার্জ হয়ে যাবে। এরপর এই কোড পাঠিয়ে দেবার পরেই ব্যাংক একাউন্ট উধাও হয়ে যাচ্ছে মোটা অংকের টাকা।

উল্টোডাঙ্গা জনৈক বাসিন্দা হলেন শ্যামল দত্ত। যিনি প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি ক্লাবের কর্মী। একটা সময় তিনি মেট্রো রেলে করে কর্মস্থলে যাতায়াত করতেন। সম্প্রতি তিনি সাইকেলে করে করে তার কর্মস্থলে যাতায়াত করছেন। তিনি জানিয়েছেন যে, গত সোমবার একটি অচেনা নম্বর থেকে তাঁকে ফোন করা হয়েছিল। যেখানে বলা হয়েছিল মেট্রোরেল থেকে থেকে তাঁকে ফোন করা হয়েছে। তাঁর স্মার্ট কার্ড বন্ধ হয়ে যাচ্ছে, তাই তাঁকে দ্রুত রিচার্জ করাতে হবে। এ প্রসঙ্গে শ্যামল দত্ত জানিয়েছেন, ” ৫০০ টাকায় রিচার্জ করাতে রাজি হয়ে যাই। ওপারের ব্যক্তি জানান, একটি কিউআর কোড পাঠানো হচ্ছে। তাতেই টাকা পাঠাতে হবে। কোড স্ক্যান করে টাকা পাঠানোর অপশনে আঙুল ছোঁয়াতেই দেখি, ৫০০ টাকার বদলে অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা কেটে নেওয়া হল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে ৫০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা কেটে নেওয়ার হতভম্ব হয়ে তিনি যখন ওই নাম্বারে পুনর্বার ফোন করেন। তখনই ওই নাম্বার থেকে জানানো হয় যে, ভুলবশত এটা হয়েছে। আরেকবার তাঁকে এই পদ্ধতি অবলম্বন করতে বলা হলো। কিন্তু তাঁর অভিযোগ পরের বারেও সম পরিমাণ টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে।

অন্য দিকে চিত্তরঞ্জন এভিনিউতে একটি বেসরকারি সংস্থায় কাজ করেন চন্দ্রিমা ঘোষ। তিনিও এই আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ” মেট্রোর কার্ড রিচার্জ করার নামে ফোন করে আমার এটিএম কার্ডের ১৬টি সংখ্যা বলা হয়। তা থেকে আমার এটিএম কার্ডের পিন নম্বর বিয়োগ করে শুধু বিয়োগফলটা বলতে বলা হয়। এর কয়েক মিনিটের মধ্যে অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা গায়েব হয়ে যায়। পরে বুঝলাম, যে বিয়োগফল বললাম, তাকে ওই ১৬ সংখ্যার কার্ড নম্বরের থেকে ফের বিয়োগ করেই পিন পেয়ে গিয়েছে!”

কলকাতা, ব্যারাকপুর, বিধান নগর থানায়, এ ধরনের বহু অভিযোগ সম্প্রতি জমা পড়েছে। প্রতারকদের এই ফন্দির ঘটনায় সাইবার বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশও যথেষ্ট ভাবে ক্ষুব্দ। সাইবার শাখার পক্ষ থেকে বইলা হয়েছে যে, বহুবার প্রচার করার পরও মানুষ সাবধান হচ্ছেন না। তাঁরা জানিয়েছেন যে, কোন সংস্থা কখনোই তার গ্রাহকদের সঙ্গে কোন ফোনের মাধ্যমে আর্থিক লেনদেন করে না।

লালবাজার থানার জনৈক পুলিশ আধিকারিক এ প্রসঙ্গে জানিয়েছেন যে, “ কিউআর কোড স্ক্যান করার আগে কত টাকা পাঠানোর জন্য স্ক্যানটি করা হচ্ছে সেটা যে কারও দেখা কর্তব্য।” অন্যদিকে এই বিষয়ে কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের মতামত, ” মেট্রোর তরফে এ ধরনের ফোন করা হয় না। অ্যাপে বা মেট্রোর ওয়েবসাইটে গিয়ে রিচার্জ করার পাশাপাশি স্টেশন থেকেও কার্ড রিচার্জের সুবিধা থাকছে।”

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!