এখন পড়ছেন
হোম > অন্যান্য > মেয়েদের হাতেই রয়েছে সম্পত্তি বৃদ্ধির চাবিকাঠি, বধূরা করুন এই সব কাজ, হয়ে উঠুন ধনসম্পত্তির অধিকারী

মেয়েদের হাতেই রয়েছে সম্পত্তি বৃদ্ধির চাবিকাঠি, বধূরা করুন এই সব কাজ, হয়ে উঠুন ধনসম্পত্তির অধিকারী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একটি সংসারে মেয়েদের গুরুত্ব কতখানি তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। একটি সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে একজন মেয়েকেই যথার্থ বলে মনে করেন বিশেষজ্ঞেরা। বস্তুত, তাদের হাত ধরেই একটা ইট-কাঠ-পাথরের প্রাণহীন আস্তানা বাড়ি হয়ে ওঠে বলে মনে করা হয়। তাই সংসারের সমস্ত বিষয়তেই মেয়েদের যথেষ্ট গুরুত্ব রয়েছে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞেরা।

তবে অনেক সময় এমন লক্ষ্য করা যায় যে, সংসারে ধন সম্পত্তির দিক থেকে আপনি তেমনভাবে লাভবান হচ্ছেন না। আর যেহেতু মেয়েদেরকে মা লক্ষ্মী হিসাবে কল্পনা করা হয়, তাই মনে করা হয় সেক্ষেত্রে সংসারের ধনসম্পত্তি বৃদ্ধি করার চাবিকাঠি মেয়েদের হাতেই রয়েছে। বস্তুত দেখতে গেলে, জ্যোতিষশাস্ত্র মতেও সেই একই কথা বলা হয়ে থাকে।

জ্যোতিষশাস্ত্র মতে মেয়েরা যদি প্রতিদিন কিছু বিশেষ নিয়ম পালন করে চলেন, তাহলে তিনি ঐশ্বর্য ও ধন সম্পত্তির অধিকারী হয়ে উঠতে পারেন বলেই মনে করা হয়। সেইসঙ্গে তার পরিবারও হয়ে ওঠে ঐশ্বর্যে পরিপূর্ণ। এক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র মতে কিছু জ্যোতিষবিদ যে যে নিয়মের কথাগুলো বলেছেন সেগুলি হল,

প্রথমত অনেক সময় এমন হয় যে আপনার বাড়িতে আপনার প্রতিবেশী বা সামনের ফ্ল্যাটে থাকা কোন মানুষ এসে নুন বা লবণ চাইছেন। সেক্ষেত্রে আপনি যতটা সম্ভব আপনার বাড়ি থেকে এই বস্তুটি কাউকে না দেবার চেষ্টা করলেই ভাল হয় বলে মনে করেন অনেকে। তার কারণ, অনেক জ্যোতিষবিদদের মতে লবণকে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়।

তাই বাড়ি থেকে লবণ কাউকে দেওয়া একেবারেই উচিত নয় বলেই মনে করে হয়। তবে সেক্ষেত্রে যদি এই বস্তুটি দেওয়া একান্ত প্রয়োজনীয় হয়ে পড়ে, তবে নিজের হাতে কখনোই তা দেওয়া উচিত নয় বলেই মনে করেন জ্যোতির্বিদরা। সেক্ষেত্রে যে ব্যক্তিটি লবণ চাইছেন, তাকে নিজের হাতে লবণ তুলে নেওয়ার কথা বললে ভাল হয় বলেও জানা গেছে।

দ্বিতীয়ত অনেক মানুষই আছেন যাদের পা অল্পতেই ফাটতে শুরু করে। বস্তুত শীতকালে পা ফাটার অভ্যাস দেখা যায় অনেক মানুষের মধ্যেই। আর সেই ফাটা অংশে ময়লা ঢুকে গিয়ে অনেক সময় পা কালো হয়ে যায়। তাই চান করার সময় অনেক মানুষই পায়ের সঙ্গে পা ঘষে ময়লা তুলে বা পা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করে থাকেন।

তবে এক্ষেত্রে জ্যোতিষবিদদের মতে বাড়ির কোন মহিলাদের পায়ে পা ঘষে চান করা কখনই উচিত নয়। কারণ এতে লক্ষী অসন্তুষ্ট হয় বলে মনে করা হয়। সেইসঙ্গে এতে ধন সম্পত্তি নষ্ট হতে পারে বলে মনে করেছেন অনেকে।

তৃতীয়ত রাতে ঘুমানোর সময় স্বামীর বাঁদিকে যে সমস্ত নারীরা ঘুমান, সেই সমস্ত নারীদের জীবনে বা তাদের পরিবারে ধন সম্পত্তি সমাগম হয় বলেও মনে করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চতুর্থত রাতে শোবার সময় নারীদের কখনোই চুল খুলে শোয়া উচিত নয় বলেও মনে করা হয়। এতে আপনার জীবনে বা পরিবারের ঐশ্বর্য ধনসম্পত্তির হানি হয় বলেও মনে করছেন অনেকে।

পঞ্চমত সন্ধ্যায় বা সূর্যাস্তের পরে কখনোই দই খাওয়া উচিৎ নয়। এমন অনেক সময় হয় যখন কোন নিমন্ত্রণ বাড়িতে গেলে রাতে দই পরিবেশন করা হয়। কিন্তু সেক্ষেত্রে রাতে দই খেলে ধনসম্পত্তি নষ্ট হয় বলেও মনে করেন অনেকে।

ষষ্ঠত ধনসম্পত্তি বৃদ্ধি করতে গেলে মুক্ত দান খুব উপকারী বলে মনে করেছেন অনেক জ্যোতিষবিদ। তাই সেক্ষেত্রে হয় মুক্তোর মালা শিবলিঙ্গ এর উপর দান করা যেতে পারে অথবা কোন খুচরো মুক্ত যেকোনো বয়সের যেকোনো মানুষকে দান করলে নারীর জীবনে ধন সম্পদ ঐশ্বর্য পরিপূর্ণ হয় বলে মনে করেন অনেকে।

সপ্তমত অনেক জ্যোতিষীদের মতে নারীদের নারকেল ফাটালে বা আস্ত কুমড়ো কাটলে তাদের সংসারের ঐশ্বর্য বা সম্পদের হানি হয় বলে মনে করা হয়।

অষ্টমত কোনো নারী যদি বিবাহিত হন তাহলে লক্ষীবার বা বৃহস্পতিবারে তার কখনোই চুল খুলে স্নান করা উচিত নয়। একান্তই যদি স্নান করতে হয় তবে চুল বেঁধে রেখে স্নান করলে ধনসম্পত্তি আপনার সংসারে বাঁধা পড়ে হলেও মনে করে থাকেন অনেক জ্যোতিষবিদ।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!