এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > মেয়রের ‘গালিগালাজের’ প্রতিবাদ করতে পুরসভায় এসে গ্রেপ্তার কোটি টাকার প্রতারক!

মেয়রের ‘গালিগালাজের’ প্রতিবাদ করতে পুরসভায় এসে গ্রেপ্তার কোটি টাকার প্রতারক!

পারিবারিক সমস্যা মিটিয়ে দেওয়ার বিনিময়ে সাধারন মানুষের কাছ থেকে কোটি টাকা প্রতারনায় নাম জড়াল জগদীশ সিং নামে এক ব্যাক্তির। স্থানীয় সূত্রের খবর, এই ব্যাক্তি স্বামী স্ত্রী মধ্যে ঝগড়া মিটিয়ে দেওয়ার নাম করে বা বধূ নির্যাতনের মামলা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অনেক মানুষের কাছ থেকেই টাকা নিয়ে পালিয়ে যেত। জানা গেছে, কদিন আগেই 16 হাজার টাকায় এই আসানসোলে রানিসায়রে একটি ঘরও ভাড়া নিয়েছিল এই জগদীশ সিং। আর এই এখান থেকেই বিভিন্ন মানুষের কাছ থেকেই কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন তিনি।

আর এই অভিযোগ পেয়েই আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারী ওই জগদীশ সিংকে এই কাজ বন্ধ করার কথা বললে মেয়র তার সাথে খারাপ ব্যাবহার করেছে এই অভিযোগ তুলে কজনকে নিয়ে আসানসোলপুরসভার সামনে হাজির হন এই অভিযুক্ত। অন্যদিকে জগদীশ সিং পুরসভায় এসেছে তা জানতে পেরেই সেখানে হাজির হন অনেক প্রতারিতরাও। আর এরপরই তাঁরা সেই জগদীশ সিংকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখালে আসানসোল দক্ষিন থানার পুলিশ তাঁর বিরুদ্ধে প্রতারনার অভিযোগের ভিত্তিতে তাঁকে জামুড়িয়া থানায় নিয়ে আসে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে এদিন সেই অভিযুক্ত জগদীশ সিং আসানসোলের মেয়রের বিরুদ্ধে খারাপ ব্যাবহার করার অভিযোগ তুললে মেয়র জিতেন্দ্র তেওয়ারী বলেন, “সরকারী সাহায্য পাইয়ে দেওয়ার নাম করে এই জগদীশ সিং ক্যান্সার আক্রান্ত এক রোগীর কাছ থেকেও টাকা হাতিয়েছিলেন।” অন্যদিকে তাঁদের টাকা আত্মসাৎ করায় দোষী জগদীশ সিংকে গ্রেপ্তারে খুশি প্রতারিতরাও।

এ প্রসঙ্গে জামুড়িয়ার অমিত আরোরা বলেন, “পারিবারিক সমস্যা মেটাতে এই জগদীশ সিংকে1 লক্ষ 95 হাজার টাকা দিলেও সে কাজের কাজ কিছুই করেনি।যখন টাকা চাইতে যাই তখন সে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। আমার মত অনেকেই ওর কাছে প্রতারিত হয়েছে। সব মিলিয়ে পারিবারিক সমস্যা মিটিয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেপ্তার করল আসানসোলের জামুড়িয়া থানার পুলিশ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!