এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > শহরবাসীকে খোলা চিঠি লিখে বিপুল দেনা শোধ-এর বিবরণ দিলেন মেয়র

শহরবাসীকে খোলা চিঠি লিখে বিপুল দেনা শোধ-এর বিবরণ দিলেন মেয়র

দীর্ঘদিন ধরেই বাম পরিচালিত শিলিগুড়ি পুরসভায় অর্থ দেওয়ার ব্যাপারে রাজ্যের বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগে সরব হয়েছিলেন পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য। এবার উৎসবের মরশুম কাটতে না কাটতেই শিলিগুড়ি পুরসভার সমস্ত বাসিন্দাদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখলেন তিনি। জানা গেছে, পুরসভার নিজস্ব খাতে আয় বাড়িয়ে 24 কোটি টাকার যে বিপুল দেনা শোধ করেছে পুরসভা তা উল্লিখিত আছে সেই চিঠিতে। পাশাপাশি রাজ্যের কোনোরুপ সাহায্য ছাড়াই বিভিন্ন সামাজিক প্রকল্প এবং কর্মীদের বোনাস সহ ডেঙ্গি মোকাবিলাতেও যে তৎপরতা গ্রহন করেছে পুরসভা তাও স্পষ্টভাবে বলা হয়েছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো  করুন এই লিঙ্কেখবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক

এদিন এই প্রসঙ্গে পুরসভার মেয়র অশোক ভট্টাচার্য বলেন, “নিজেদের অর্থে 24 কোটি টাকা দেনা শোধের নজিড় কোথাও নেই। আমরা সমস্ত টাকা মিটিয়ে দিয়েছি।” এদিকে শহরবাসীর উদ্দেশ্যে অশোকবাবুর লেখা এই চিঠির কড়া ভাষায় জবাব দিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “মেয়রের কোনো কাজ নেই। তাই উনি শুধু চিঠি লেখেন। উনি কাজে মন দিলে সকলে উপকৃত হবেন।” সব মিলিয়ে উৎসবের আবহ যেতে না যেতেই শিলিগুড়িতে অশোক ভট্টাচার্য বনাম গৌতম দেবের রাজনৈতিক দ্বৈরথ চরমে উঠল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!