এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মেয়রের বিবাহ বিচ্ছেদ মামলায় নয়া মোড়, জল্পনা তুঙ্গে

মেয়রের বিবাহ বিচ্ছেদ মামলায় নয়া মোড়, জল্পনা তুঙ্গে


মেয়র শোভন চট্টোপাধ্যায় এর দায়ের করা বিবাহ-বিচ্ছেদ মামলা নিল অন্য মোড়। এতদিন বিবাহ বিচ্ছেদ সম্পর্কে মামলাটি চলছিল কিন্তু এবার কোন আদালতে মামলাটি হবে সেই নিয়ে জলঘোলা হচ্ছে। আদালত সূত্রে জানা গেছে এতদিন আলিপুরদুয়ারের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এজলাসে এ মামলার শুনানি চলছিল। কিন্তু চলতি সপ্তাহে শুনানি চলাকালীন দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এরপর বিচারক দুই পক্ষের আইনজীবীকে জানিয়ে দেন তিনি আর এই মামলা অংশ নিতে পারবেন না এবং মামলাটি পাঠিয়ে দেওয়া হয় আলিপুর জেলা জজের এজলাসে। জানা যাচ্ছে আগামী 7 ই আগস্ট দক্ষিণ 24 পরগনার দায়রা জজ রবীন্দ্রনাথ সামন্তের এজলাসে এই নিয়ে একটি শুনানি হবে। তাতে শোভন বাবু এবং রত্না দেবীর আইনজীবীরা উপস্থিত থাকবেন। শুনানির পর জেলা জজ আদালত জানিয়ে দেবেন যে এরপর এই বিচার মামলা কোন এজলাসে চলবে। এখন জোর টালবাহানা মেয়রের বিচ্ছেদ মামলাতেও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!