এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মেয়র পদপ্রার্থী তো দূরের কথা?পুরভোটে টিকিটই পেলেন না বাবুল,বিজেপি নেতার কটাক্ষে হলেন অপ্রস্তুত

মেয়র পদপ্রার্থী তো দূরের কথা?পুরভোটে টিকিটই পেলেন না বাবুল,বিজেপি নেতার কটাক্ষে হলেন অপ্রস্তুত


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজনীতি ছাড়ার কথা বলেও যখন শিবির বদল করেছিলেন বাবুল সুপ্রিয়, তখন একটি কথাই তাঁর মুখে শোনা যেত, যা হলো প্লেইং ইলেভেনে তিনি খেলতে চান। বিজেপিতে সেই সুযোগ না পেয়ে তৃণমূলে যোগদান করেছেন। মনে করা হয়েছিল তাঁকে রাজ্যসভায় পাঠাবে তৃণমূল, তবে তা হয়নি। এরপর জল্পনা ছড়িয়েছিল কলকাতা পুরসভার মেয়র পদপ্রার্থী করা হতে পারে তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও হলো না। মেয়র পদপ্রার্থী হওয়া তো দূরের কথা, তৃণমূলের প্রার্থী তালিকাতেই স্থান পেলেন না বাবুল সুপ্রিয়। এবার বাবুল সুপ্রিয়কে প্রবল কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাবুল সুপ্রিয়কে প্রবল কটাক্ষ করে সোশ্যাল মিডিয়াতে অনুপম হাজরা লিখেছেন যে, প্লেইং ইলেভেনে খেলতে চাওয়া ছেলেটা, আজও মাঠের বাইরে আছেন। তিনি ভেবেছিলেন তাকে রাজ্যসভায় পাঠাবে তৃণমূল, কিন্তু তা হয়নি। এরপর ভেবেছিলেন উপনির্বাচনের টিকিট দিয়ে তাকে মন্ত্রী বানানো হবে, তবে সেটাও হয়নি। তারপর ভেবেছিলেন, কলকাতা কর্পোরেশনের ভোটে টিকিট দিয়ে তাঁকে মেয়র করা হবে। তবে, সেটাও করা হয়নি। তাই বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করে তিনি লিখলেন, তার মানে নিশ্চয়ই একেবারে তৃণমূলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হবেন বাবুল সুপ্রিয়।

এভাবেই সোশ্যাল মিডিয়াতে বাবুল সুপ্রিয়কে প্রবল কটাক্ষ করলেন বিজেপি নেতা অনুপম হাজরা। ইতিপূর্বে রাজ্যসভায় যেতে পারেন বাবুল সুপ্রিয়। এমন একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই আসনে রাজ্যসভায় গিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেরিও। সেসময়ও বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেছিলেন অনুপম হাজরা। সে সময় তিনি লিখেছিলেন, গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠানো হলো, কিন্তু প্লেইং ইলেভেনে খেলতে যাওয়া বাংলা ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখা হয়েছে। এবারেও বাবুল সুপ্রিয়কে প্রবল কটাক্ষ করলেন অনুপম হাজরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!