এখন পড়ছেন
হোম > রাজ্য > মেয়রের বিজেপি-যাত্রা নিয়ে দিদির মনে প্রশ্ন, শীঘ্রই আলোচনায় বসতে চলেছেন

মেয়রের বিজেপি-যাত্রা নিয়ে দিদির মনে প্রশ্ন, শীঘ্রই আলোচনায় বসতে চলেছেন

মেয়রের বিজেপি-যাত্রা নিয়ে দিদির মনে প্রশ্ন, শীঘ্রই আলোচনায় বসতে চলেছেন । কলকাতার এক নামি ওয়েব পোর্টালের খবর অনুযায়ী , কানন তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ফোন করে নরম সুরে ‘মাথা ঠান্ডা রাখার’ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মেয়রের অফিসে যে পাহাড় প্রমান ফাইল পরে আছে তা ঠিকভাবে সামাল দেওয়ারও নির্দেশ দিলেন তিনি। দলের কেউ যাতে না শোভনের ব্যক্তিগত ব্যাপারে নিজেকে যুক্ত করে সেই বিষয়েও নির্দেশ দিলেন মমতা। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরিপ্রেক্ষিতে এদিন তৃণমূলের এক শীর্ষ নেতা জানান, ”তখন শোভন জানান, দিদির সঙ্গে তাঁর মুখোমুখি বৈঠক খুব জরুরি। দিদি জানান, তিনি অবশ্যই বসবেন। শোভন যেন এখন মাথা ঠান্ডা রাখেন।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন  প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রথমে দিদি শেষ সুযোগ দিচ্ছেন বলে ঠান্ডা গলায় জানিয়ে দিয়েছিলেন। কিন্তু পরে নেত্রীর সুর অনেক নরম ছিল। হাজার হোক, কাননকে খুবই স্নেহ করেন দিদি।”বিষয়টি নিয়ে সোভান চট্টোপাধ্যায় কোনোভাবেই মুখ খুলতে চায় নি। তবে সূত্রের খবর, দলের এক মন্ত্রী ও মহিলা বিধায়ক তাঁর বিবাহবিচ্ছেদের জন্য তাঁর স্ত্রী রত্নাকে মদত দিচ্ছে বলে অভিযোগ জানান শোভন এবং বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে মুখোমুখি আলোচনায় বসতে চান তিনি। কিন্তু নেত্রীর সুর এতটা নরম হওয়ার কারণ জানতে চাওয়া হলে এক তৃণমূল নেতা এদিন জানান,”দিদির মনে হয়েছিল, শোভন বিজেপি-তে চলে যাচ্ছেন। এখন বুঝেছেন, সেটা আদৌ ঠিক নয়।”যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!