মেয়রের বিরুদ্ধে প্রবল বিক্ষোভে বামেরা, কলকাতার ভোটের আগেই উত্তাল শিলিগুড়ি! উত্তরবঙ্গ বামফ্রন্ট রাজনীতি রাজ্য May 30, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-সম্প্রতি শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের দূষণের জন্য কিছুদিন জল খেতে বারণ করা হয় আর তারপর থেকেই সাধারণ মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। বাইরে থেকে জল কিনতে গিয়ে তৈরি হয়েছে পকেটের টানাপোড়েন। আর এই পরিস্থিতিতে আজ শিলিগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভে নামলো বামেরা। সূত্রের খবর, পানীয় জলের সংকটে প্রতিবাদে আজ শিলিগুড়ি পৌরসভার সামনে বামেদের পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। যেখানে মেয়রের পদত্যাগের দাবি করে বামফ্রন্ট। স্বাভাবিকভাবেই রাজ্যে যখন ভোট চলছে, যখন হাতে আর একদিন পর কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় নির্বাচন, তার আগেই উত্তরবঙ্গের শিলিগুড়িতে পানীয় জলের সংকট এবং তাকে কেন্দ্র করে বামেদের এই বিক্ষোভ রীতিমত চাপে ফেলে দিল তৃণমূল কংগ্রেসকে। অবিলম্বে শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে এই পানীয় জল সংকটের বিষয়টিতে নজর না দিলে আন্দোলন যে আরও বাড়বে, তা জানিয়ে দিল বাম নেতৃত্ব। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -