এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ৭ দফা দাবিতে রাজ্যের এমজিএনআরইজিএ কর্মীরা সরব

৭ দফা দাবিতে রাজ্যের এমজিএনআরইজিএ কর্মীরা সরব


নদীয়া জেলার চাপড়া ব্লকে এদিন এমজিএনআরইজিএ কর্মীরা ৭ দফা দাবিতে সংশ্লিষ্ট ব্লকের বিডীও’র কাছে ডেপুটেশন জমা দিলেন। মহত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট’র আওতাভুক্ত কর্মচারীরা এদিন ঐ ব্লকের এমজিএনআরইজিএ কর্মী সংস্থার সভাপতি প্রসেনজিৎ দে’র নেতৃত্বে ডেপুটেশন জমা দেন। এই সাত দফা দাবিতে কী বলা হয়েছে। বিষয় টি একটু দেখে নেওয়া যাক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

প্রথমতঃ , অবিলম্বে সমস্ত কর্মচারীদের ৬০ বছর পর্যন্ত কর্ম সুনিশ্চয়তা প্রদান করতে হবে।
দ্বিতীয়তঃ, সমস্ত কর্মচারীদের ইপিএফ চালু করতে হবে।
তৃতীয়তঃ , নির্দিষ্ট স্কেলে বেতন কাঠামোর উন্নতি এবং এমজিএনআরইজিএ কে ষষ্ঠ বেতন কমিশনের আওতাভূক্ত করতে হবে।
চতুর্থতঃ , অবসরকালীন সময়ে নির্দিষ্ট সুযোগ সুবিধা প্রদান করতে হবে।
পঞ্চমতঃ, সার্ভিস বুক চালু করতে হবে।
ষষ্ঠতঃ , কোনো কর্মচারীর দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু হলে তাঁর পরিবারকে নির্দিষ্ট আর্থিক সুবিধা প্রদান করতে হবে।

 

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সপ্তমতঃ , মহিলাদের ক্ষেত্রে সিসিএল চালু করতে হবে।
জানা গিয়েছে আগামী ২৮ শে জুন সমগ্র নদীয়া জেলার এনআরইজিএ কর্মচারীরা সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে থাকা সরকারী আধিকারিক কে তাঁদের ডেপুটেশন জমা দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!