এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মিড-ডে মিলের রাঁধুনি ও সহায়িকাদের জন্য সুখবর – বড় সিদ্ধান্ত প্রশাসনের, জানুন বিস্তারিত

মিড-ডে মিলের রাঁধুনি ও সহায়িকাদের জন্য সুখবর – বড় সিদ্ধান্ত প্রশাসনের, জানুন বিস্তারিত


একটি স্কুলে মিড ডে মিলে নুন ভাত দেওয়াকে কেন্দ্র করে সম্প্রতি রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছিল। কিন্তু এবার সেই বিতর্ককে কিছুটা দমিয়ে দিয়ে মিড ডে মিলের রাঁধুনি এবং সহায়িকাদের জন্য বড়সড় সুখবর আসতে শুরু করল। সূত্রের খবর, শুক্রবার স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মনির জৈন রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসককে একটি নির্দেশ পাঠিয়ে জানিয়ে দিয়েছেন যে, মিড ডে মিলের রাধুনী এবং সহায়িকাদের স্কুল কর্তৃপক্ষ নিজের খেয়াল-খুশি মত সরাতে পারবে না।

কিন্তু কেন হঠাৎ এই ধরনের নির্দেশ দিলেন রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব? জানা যায়, গত 2015 সালের 6 জানুয়ারি মিড ডে মিলের এই রাধুনী এবং সহায়িকাদের নিয়ে প্রতিটি জেলায় সরকারের পক্ষ থেকে এরূপ একটি নির্দেশিকা পাঠানো হলেও বিভিন্ন জায়গায় নানা কারণে সেই রাধুনী এবং সহায়িকাদের সরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছিল।

এমনকি এই ব্যাপারে অভিযোগের আঙুল উঠেছিল বিভিন্ন স্কুল কর্তৃপক্ষের দিকেই। যার কারণে বেশ কিছু জায়গায় মিড ডে মিল বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু সম্প্রতি দিদিকে বলো এবং গ্রিভ্যান্স সেল প্রকল্প চালু হওয়ার পর এই ব্যাপারে সেখানে নানা অভিযোগ পড়তে শুরু করেছে। আর তাই কোনো স্কুল কর্তৃপক্ষ যাতে তাদের নিজের খেয়াল-খুশি মতো মিড ডে মিলের রাঁধুনি এবং সহায়িকাদের সরিয়ে না দেন, তার জন্য এবার জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে দিল রাজ্য স্কুলশিক্ষা দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটের কিছুটা পরিবর্তন হলে এবং বেশ কিছু জায়গায় বিজেপির প্রভাব বাড়তে শুরু করলে স্থানীয় স্তরে তৃণমূলের সময়কার মিড ডে মিলের কাজে যুক্ত রাঁধুনিদের সরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। আর সেই রাঁধুনিদের সরানোর জন্য নানা অজুহাত দেখানো হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই সেই সমস্ত মিড ডে মিলের রাঁধুনি এবং সহায়িকাদের সরালে যে অবস্থা বেগতিক হয়ে যেতে পারে, তা আঁচ করতে পেরেই স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেন পদক্ষেপ গ্রহণ করা হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু স্কুল শিক্ষা দপ্তরের সচিব এই ব্যাপারে প্রতিটি জেলা প্রশাসনের কাছে কড়া নির্দেশিকা পাঠালেও বাস্তবে সেই স্কুলগুলিতে মিড ডে মিলের কাজে যুক্ত রাধুনি এবং সহায়িকারা তাঁদের পেশায় নিযুক্ত থাকতে পারেন কিনা, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!