এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মিড-ডে মিলে অনিয়ম নিয়ে একের পর এক অভিযোগ, বিস্ফোরক হলেন স্বয়ং হেভিওয়েট মন্ত্রী

মিড-ডে মিলে অনিয়ম নিয়ে একের পর এক অভিযোগ, বিস্ফোরক হলেন স্বয়ং হেভিওয়েট মন্ত্রী

দীর্ঘদিন ধরেই মিড ডে মিলে কারচুপির অভিযোগ আসছিল সরকারের কাছে। এবার সেই ব্যাপারে মুখ খুললেন রাজ্যের উত্তরবঙ্গী উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই কোচবিহার জেলায় মিড ডে মিল নিয়ে নানা ধরনের অভিযোগ সরকারের কাছে এসে পৌছেছিল।

অভিযোগ, বরাদ্দের তুলনায় কম সংখ্যক ছাত্রছাত্রীকে এই মিড ডে মিল দেওয়া হয়। শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনের স্বাক্ষরতা দিবসের একটি অনুষ্টানে উপস্থিত হয়ে এই ব্যাপারে তীব্র অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এদিনের এই অনুষ্টানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী বিনয়কৃষ্ন বর্মন, সাংসদ পার্থপ্রতীম রায়, জেলা পরিষদের সভাধিপতি পুস্পিতা রায় ডাকুয়া সহ প্রমুখরা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর সেই অনুষ্ঠানে এদিন নিজের বক্তব্যে এবং পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী বলেন, “মিড ডে মিল অনেক অভিযোগ পাচ্ছি। 50 জনের খাবার নিয়ে তা যেন 10 জনকে দেওয়া না হয়। নিম্নমানের খাবার কোনোভাবেই দেওয়া যাবে না।” পাশাপাশি এই মিড ডে মিল কারচুপি রুখতে এখন থেকে নিজে সারপ্রাইজ ভিজিট দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসনকেও এই ব্যাপারটি খতিয়ে দেখার নির্দেশ দেন রবীন্দ্রনাথ ঘোষ। সব মিলিয়ে এবার মন্ত্রীর মুখ থেকে মিড ডে মিল কারচুপি নিয়ে অভিযোগ ওঠায় প্রবল চাপে জেলা প্রশাসন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!