এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মিল্লি আল আমিন কলেজ ইস্যুতে আগামীদিনে আদালতের দ্বারস্থ হতে চলেছেন শোভনের বিশেষ বান্ধবী বৈশাখী

মিল্লি আল আমিন কলেজ ইস্যুতে আগামীদিনে আদালতের দ্বারস্থ হতে চলেছেন শোভনের বিশেষ বান্ধবী বৈশাখী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মিল্লি আল আমিন কলেজ ইস্যুকে কেন্দ্র করে বাড়লো জটিলতা। গত শুক্রবার এই ইস্যুতে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কলেজের জটিলতা ও বিশৃঙ্খলা নিয়ে রাজ্যপালের কাছে উপযুক্ত তদন্তের দাবি করেছিলেন তাঁরা। এ বিষয়ে তাঁরা তদন্ত কমিটি গঠনের দাবিও জানিয়েছিলেন।

এই পরিস্থিতিতে গতকাল সোমবার আল আমিন কলেজের বিষয় নিয়ে আবার রাজ্যপালের দ্বারস্থ হলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে দেখা করে আল আমিন কলেজের বিভিন্ন সমস্যার ব্যাপারে তাঁর হস্তক্ষেপের আবেদন করেছেন। গতকাল, রাজ্যপালের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, আগামী দিনে এ বিষয় নিয়ে তাঁরা আদালতের দ্বারস্থ হতে পারেন।

গতকাল, আল আমিন কলেজের নানা জটিলতা প্রসঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানালেন যে, রাজ্যপালের সঙ্গে এ বিষয়ে তিনি কথা বলেছেন। রাজ্যপালকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার অনুরোধ জানিয়েছেন তিনি। এর সঙ্গেই তিনি জানিয়েছেন যে, এ বিষয়ে তিনি সুবিচার না পেলে ভবিষ্যতে আদালতের দ্বারস্থ হবেন। গতকাল, আল আমিন কলেজের দুজন কর্মী ও শোভন চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে ছিলেন। সকলেই গতকাল রাজ্যপালের দ্বারস্থ হন।

আবার, গতকাল আল আমিন কলেজের নানা সমস্যা নিয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। যে সাংবাদিক বৈঠকে সরাসরি নাম না নিয়েও তিনি জানালেন, ” এত বড় সরকারের সংসার। তাতে কখনও কখনও কোনও কলেজে কেউ কেউ ভালো কাজ করলেও, কেউ কেউ গন্ডগোল তৈরি করেন “।

আপনার মতামত জানান -

গতকালের সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী আরও জানিয়েছেন যে, আল আমিন কলেজে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলির দ্রুত সমাধান করা হবে। কলেজের রেজিস্ট্রেশন, পরীক্ষা, ভর্তি সংক্রান্ত সমস্যা গুলি পূর্বে সমাধান করা হবে। পরবর্তীকালে কলেজের বাদবাকি সমস্যাগুলিরও দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। দীর্ঘদিন ধরে কলেজে সমস্যা চলায় তার জন্য ক্ষমা প্রার্থী হলেন তিনি।

গতকাল এই সাংবাদিক সম্মেলনে আল আমিন কলেজের ছাত্রছাত্রীরা তাদের দাবি জানালেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে। ছাত্র-ছাত্রীদের দাবি, তাদের পরীক্ষা অনলাইনের মাধ্যমে করার ব্যবস্থা করা হোক। তাদের এই দাবি মেনে নিয়েছেন ফিরহাদ হাকিম। গতকালের এই সাংবাদিক সম্মেলনে ফিরহাদ হাকিমের সঙ্গে উপস্থিত ছিলেন আমিরউদ্দিন ববি। আমিরউদ্দিন ববিকে পুরমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে, এই কলেজের নানা সমস্যা গুলিকে লিপিবদ্ধ করে জানাতে। তাঁর কথায়, ছাত্র-ছাত্রীরা হলো রাজ্য ও দেশের ভবিষ্যত। তাই তাদের যেন কোন রকম অসুবিধা হয়।

গতকালের এই সাংবাদিক বৈঠকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আরো জানালেন যে, আল আমিন কলেজের ছাত্র-ছাত্রীদের রেজিস্ট্রেশন, কলেজে নতুন করে ভর্তি নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন। ছাত্রছাত্রীরা যাতে রেজিস্ট্রেশন করাতে পারে এবং নতুন ছাত্র-ছাত্রী যাতে কলেজে ভর্তি হতে পারে, তার উপযুক্ত ব্যবস্থা নেবার নির্দেশ দিলেন তিনি।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!