এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মিম এর সাথে কোনোভাবেই না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা

মিম এর সাথে কোনোভাবেই না, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে যত ততই রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। তৃণমূল, বিজেপিসহ অন্যান্য রাজনৈতিক দলগুলি লড়াইয়ের ময়দানে অস্ত্রে শান দিচ্ছে। অন্যদিকে রাজ্যের বাম-কংগ্রেস জোট বেঁধে ঘুরে দাঁড়ানোর কথা বললেও এখনো পর্যন্ত আসন রফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বাম-কংগ্রেস জোটের সাথে হাত মেলাতে প্রস্তুত আব্বাস সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। কিন্তু আব্বাস ইতিমধ্যেই শর্ত দিয়েছেন, তিনি মিমকে নিয়ে বাম কংগ্রেস জোটে আসবেন। আর সেখানেই আপত্তি জানিয়েছে কংগ্রেস। এবারের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করবে মিম।

এ ধরনের জল্পনা শুরু হতেই তড়িঘড়ি সেই জল্পনায় জল ঢাললেন বর্ষিয়ান কংগ্রেস নেতা আব্দুল মান্নান। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোনো পরিস্থিতিতেই মিমের মত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে বাম কংগ্রেস জোট বাঁধবেনা। এদিন বোলপুরে একটি বৈঠকে যোগ দিতে আসেন কংগ্রেস নেতা আব্দুল মান্নান এবং সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর সেখানেই তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রশ্ন ওঠে, বাম-কংগ্রেস জোটের সঙ্গে আব্দুল সিদ্দিকীর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ও মিমের যোগদান করা নিয়ে। কিন্তু আব্দুল মান্নান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, মিমের সঙ্গে কোনোভাবেই কোট করবেনা বাম-কংগ্রেস শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এবারের নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। বরাবরই দেখা গেছে এ রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায় রাজ্যের শাসক শিবির তৃণমূলের পাশে থেকেছে। কিন্তু এবার সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে ভাগ বসাতে রাজ্যে এসে গেছে মিম। পাশাপাশি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীও ময়দানে নেমেছেন। এই অবস্থায় সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে।

আর এই সংখ্যালঘু ভোটকে পাওয়ার জন্য বাম কংগ্রেস যে যথেষ্ট আগ্রহী, তা এককথায় মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা। আর সেখান থেকেই জন্ম নিচ্ছে বাম-কংগ্রেস জোটের সঙ্গে মিম এর যোগদানের। কিন্তু শুরুতেই সেই জল্পনা বন্ধ করে দিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, একটি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে লড়াই করতে আরেকটি সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানোর কোন প্রশ্নই উঠছেনা। 

অন্যদিকে বাম-কংগ্রেস আসন বন্টন এখনো সম্পূর্ণ হয়নি। আর তাই নিয়েই আব্দুল মান্নান জানিয়েছেন, একটা বৈঠকেই সমাধান সম্ভব নয়। সেক্ষেত্রে সঠিক আসন বন্টন করতে গেলে সময় লাগবে। আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে টক্কর দেবার জন্য ময়দানে নেমেছে বাম কংগ্রেস জোট। কিন্তু আসন্ন চূড়ান্ত না হওয়ায় এখনো পর্যন্ত প্রচার পর্বে সেভাবে দেখা যাচ্ছে না তাঁদের। আর এই বিষয়টি বাম কংগ্রেস জোটের জন্য বিপদ ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপাতত বঙ্গ রাজনীতিতে জোরদার নির্বাচনী লড়াই দেখতে মুখিয়ে সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!