এখন পড়ছেন
হোম > রাজনীতি > মিম যদি সংখ্যালঘু ভোট টানে, এবার হিন্দু ভোট টানতে রাজ্যে শিবসেনা

মিম যদি সংখ্যালঘু ভোট টানে, এবার হিন্দু ভোট টানতে রাজ্যে শিবসেনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মহারাষ্ট্রের পর বাংলাতেও বিজেপিকে ধাক্কা দিতে শিবসেনা এবার আসরে নামল। গত রবিবার রাজ্যে পা দিয়েছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। স্বাভাবিকভাবেই রাজ্যের সংখ্যালঘু ভোটে মিম ভাগ বসাবে বলে ধরে নেওয়া হচ্ছে। আর এবার বিজেপি বিরোধী শিবির শিবসেনা রাজ্যের বিধানসভা নির্বাচনকে পাথেয় করে আসরে নামল। বিশেষজ্ঞদের মতে, বিজেপির হিন্দু ভোটে ভাগ বসাতে চলেছে শিবসেনা। বিহার ভোটের পর থেকেই মিম বাংলাতে তাঁদের নিশানা ঠিক করেছিল। আর এবার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু ভোট বাক্সে হানা দিতে রাজ্যে পা দিয়েছে মিম।

আর এবার 294 আসনের বাংলা বিধানসভা নির্বাচনে শিবসেনার নবনির্মিত জোট প্রার্থী দেবে বলে জানা গিয়েছে। শিবসেনার এই জোটে রয়েছে ‘আমরা বাঙালি’, ‘উত্তরবঙ্গ সমাজ পার্টি’ এবং ‘উত্তরবঙ্গ আদিবাসী পার্টি’। সূত্রের খবর, ঝাড়গ্রামের স্থানীয় দলকেও এই জোটে অংশ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে শিবসেনার পক্ষ থেকে। বিধানসভা নির্বাচনের লড়াই প্রসঙ্গেই শিবসেনার দলীয় সাধারণ সম্পাদক অশোক সরকার জানিয়েছেন, বাংলা মূলত বিজেপি বিরোধী। শিবসেনার দাবি, উত্তর-পূর্বের যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় এসেছে সেখানেই বাঙ্গালীদের উপর অত্যাচার বেড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই বাংলা সংস্কৃতি রক্ষায় বাংলাপন্থী দলগুলিকে নিয়ে জোট তৈরি করছে শিবসেনা। অন্যদিকে মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি রাজ্যে পা দিয়েই হুগলি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করে বৈঠক করেন। স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবারের বিধানসভা নির্বাচন মূলত ধর্মীয় মেরুকরণের ভিত্তিতেই হবে। বাংলার বুকে ধর্মভিত্তিক রাজনীতিতে এবার শিবসেনা এ রাজ্যে জোট গড়ে গেরুয়া শিবিরের হিন্দু ভোটবাক্সে চিড় ধরাতে তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, মিম যদি মমতা সরকারের সংখ্যালঘু ভোটবাক্সে চিড় ধরায়, ঠিক একইভাবে শিবসেনা বিজেপির ঘাড়ে নিশ্বাস ফেলতে এ রাজ্যে পা দিল সে কথা বলাইবাহুল্য। তবে বিজেপি শিবসেনাকে খুব একটা পাত্তা দিতে রাজি নয়। মিমকে অবশ্য রাজ্যের শাসক দল তৃণমূলসহ দেশের বিভিন্ন বিরোধী শক্তি বরাবরই বিজেপির বি টিম বলে অভিহিত করে। তবে শিবসেনারা বাংলার ভোটের আসরে বিজেপি ভোটবাক্সে যদি চির ধরাতে পারে, তাহলে তা কিন্তু আখেরে তৃণমূলের সুবিধা করবে বলেই মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!