এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মিমের বঙ্গ প্রধানের তৃণমূলে যোগ, জোর জল্পনা

মিমের বঙ্গ প্রধানের তৃণমূলে যোগ, জোর জল্পনা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিহারের বিধানসভা নির্বাচনে সৈয়দ আসাউদ্দিন ওয়েইসির দল এআইএমআইএম বা মিম কুড়িটি আসনে প্রার্থী দিয়েছিল। সংখ্যালঘু অধ্যুষিত এই আসন গুলির মধ্যে পাঁচটি আসনে জয়লাভ করে মিম। এছাড়া বেশকিছু আসনে সংখ্যালঘুদের ভোট কেটে মহাজোটের পরাজয়ের রাস্তা প্রশস্ত করেছে। বিহারের ভোটে উল্লেখযোগ্য সাফল্যের পর বাংলার বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবার ঘোষণা করেছিলেন সৈয়দ আসাউদ্দিন ওয়েইসি। কিন্তু আজ বাংলায় মিমের প্রধান মুখ হিসেবে পরিচিত আনোয়ার পাশা যোগ দিলেন শাসক দল তৃণমূলে। মিমের শীর্ষ নেতার এভাবে তৃণমূলে যোগদানে ব্যাপক উচ্ছ্বসিত শাসকদল তৃণমূল শিবির।

প্রসঙ্গত, রাজ্যের শাসকদল তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ সম্পদ হলো সংখ্যালঘু ভোট। মিম প্রার্থী দিলে শাসক দল তৃণমূলের সংখ্যালঘু ভোটে যে কিছুটা ফাটল ধরতে পারে, তা নিয়ে যথেষ্ট আশঙ্কায় দিল শাসকদল তৃণমূল। এদিকে আসাউদ্দিন ওয়েইসি ঘোষণা করেছিলেন যে, পশ্চিমবঙ্গের অন্তত পাঁচটি জেলায় প্রার্থী দেবে মিম। যে জেলাগুলো হলো উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এই সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে প্রার্থী দিয়ে বাজিমাতের পরিকল্পনা ছিল মিমের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ মিমের প্রধান মুখ হিসেবে পরিচিত আনোয়ার পাশা তৃণমূলে যোগদান করলেন। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দিয়ে এক সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, ” সব ধর্মের সহাবস্থান বাংলায়। তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে। ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি । বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।” রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু জানালেন, বিভিন্ন জেলা থেকে মিমের সদস্যরা তৃণমূলে যোগদান করছেন।

প্রসঙ্গত বিহারের বিধানসভা নির্বাচনে বেশ কিছু আসনে সংখ্যালঘু ভোট কেটে মহাজোটের জয়ের আশাকে নষ্ট করেছে মিম। এবারে রাজ্যে মিম প্রার্থী দিলে রাজ্যের শাসক দল তৃণমূল বিপাকে পড়তে পারে বলে, আশঙ্কা ছিল শাসকদলের। শাসক দল তৃণমূল একাধিকবার মিমের বিরুদ্ধে আক্রমণ চালাতে শুরু করে। এদিকে আসাউদ্দিন ওয়েইসি জানিয়েছিলেন যে, পশ্চিমবঙ্গে নিজেদের শক্তি বৃদ্ধির চেষ্টা করছে মিম। তাদের সংগঠন বাড়িয়েছে মিম কিছু জেলাতে। এই পরিস্থিতিতে আনোয়ার পাশার শাসকদল তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর ফলে বাড়তি অক্সিজেন পাবে শাসকদল তৃণমূল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!