এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শপথবাক্যে তৃণমূল সাংসদের ভুল শব্দ প্রয়োগ ঘিরে বিতর্ক, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সমালোচনার ঝড় সর্বত্র

শপথবাক্যে তৃণমূল সাংসদের ভুল শব্দ প্রয়োগ ঘিরে বিতর্ক, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, সমালোচনার ঝড় সর্বত্র


লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তাকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। কখনও সাধারণ মানুষের ওপর জোরে চিৎকার করা, আবার কখনও বা গ্লাবস পরে সাধারণ মানুষের সাথে করমর্দন করায় বিতর্কের শিরোনামে চলে এসেছিলেন তিনি। এমনকি প্রকাশ্য জনসভায় ‘আমাকে ভোট দেবেন না,আমি এত কষ্ট করে কার জন্য এসেছি,আপনাদের জন্য’ বলে বিতর্ক বাড়ানো, এমনকি রিকশায় প্রচারে বেরিয়ে তোয়ালে পেতে বসা প্রচার চলাকালীন মিমি চক্রবর্তীর এ হেনো কার্যকলাপে প্রশ্ন উঠে ছিল। এমনকি এই ঘটনায় যদি তিনি জয়লাভ করেন তাহলে কি করে সাধারণ মানুষের পাশে থাকবেন! তা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছিল বিরোধীদের একাংশকে।

কিন্তু তারপরও সাধারণ মানুষের সমর্থনে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। তবে নির্বাচনে জয়লাভ করার পরও তাকে নিয়ে বিতর্ক থামেনি। সংসদে প্রথম পা রাখার সময় যেখানে বাঙালি হিসেবে বাংলার সংস্কৃতিকে তুলে ধরার কথা, সেখানে রীতিমতো জিন্স শার্ট পড়ে সংসদের সামনে ছবি তুলতে দেখা গিয়েছিল যাদবপুর লোকসভা কেন্দ্রের এই তৃনমূল সাংসদকে।

পরবর্তীতে শপথবাক্য পাঠের সময় লোকসভায় বাংলা থেকে জয়ী তৃণমূলের প্রতিটি সাংসদ উপস্থিত থাকলেও সেই মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানের অনুপস্থিতি তীব্র বিতর্ক তৈরি করে দিয়েছিল। অবশেষে সম্প্রতি তারা দুজনেই সংসদে এসে শপথ বাক্য পাঠ করেছেন। যেখানে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ নুসরাত জাহান রীতিমতো নব্যবিবাহিতার সাজে লোকসভায় পা রেখে মানুষের পাশে থাকার শপথ নিয়েছেন।

তবে একইভাবে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সেই একই দিনে শপথ নিলেও বিতর্ক তার পিছু ছাড়ল না। সূত্রের খবর, শপথবাক্য পাঠের সময় বিভিন্ন শব্দ প্রয়োগে ত্রুটি ছিল তার। যেখানে লোকসভার সদস্যর বদলে লোকসভার “সরদস্য” শব্দ ব্যবহার করেছেন তিনি। শুধু তাই নয়, শপথ বাক্য পাঠের সময় ভারতের সার্বভৌমত্বর জায়গায় মিমি চক্রবর্তীকে বলতে শোনা কাছে “সর্ববহুমত্ব” শব্দটি। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন তিনি।

ইতিমধ্যেই শপথ বাক্যে এই ভুল শব্দ প্রয়োগ নিয়ে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে চাইছেন। কিন্তু তার দলের সাংসদেরা শপথ বাক্য পাঠের সময় সেই বাংলা শব্দ প্রয়োগের ব্যাপক অপমান করেছেন। যা বাঙালি হিসেবে সত্যিই অত্যন্ত লজ্জার।

পাল্টা এই ব্যাপারে তৃণমূলের দাবি, বিজেপির কাজই হচ্ছে বাংলাকে অপমান করা। আর তাই তারা এই ধরনের ঘটনাকে ইস্যু করে এখন বাঙ্গালীদের ভাবাবেগে আঘাত করতে চাইছে। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বিজেপির এই দাবি কিছুটা হলেও সত্যি। যেখানে বাংলা থেকে সাংসদ হয়ে সংসদে মোদি সরকারের বিরুদ্ধে গর্জে ওঠার কথা তৃণমূল সাংসদদের, সেখানে যাদবপুরের মতো লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী যদি শপথবাক্যেই এই ধরনের ভুল শব্দ প্রয়োগ করেন, তাহলে বাংলা সম্পর্কে ভারতবাসীর কাছে ঠিক কী বার্তা যাবে! সব মিলিয়ে এবার শপথ বাক্য পাঠে তৃনমূলের মিমি চক্রবর্তীর গলায় একগুচ্ছ ভুল শব্দ প্রয়োগ নিয়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!