এখন পড়ছেন
হোম > জাতীয় > ধর্ষণ ও প্রতারণা কিছুটা স্বস্তি মিললেও বিয়ে বন্ধ মিঠুন পুত্রের, জেনে নিন বিস্তারিত

ধর্ষণ ও প্রতারণা কিছুটা স্বস্তি মিললেও বিয়ে বন্ধ মিঠুন পুত্রের, জেনে নিন বিস্তারিত


চুড়ান্ত প্রস্তুতি ব্যয় বহুল আয়োজন সব কিছু সত্ত্বেও বিধির বিধান খন্ডাবে কে ! এদিন শেষ মুহূর্তে ভেস্তে গেলো অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয়ের ওরফে মিমোর বিয়ে। প্রসঙ্গতঃ অল্প কদিন আগেই মিমো’র বিরুদ্ধে এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ ওঠে। সেসব কথা শোনার পরেও পাত্রী মদালসা শর্মার পরিবার মিমোর সাথে তাঁদের মেয়ের বিয়ের সিদ্ধান্তে অবিচল ছিলেন। জানা যাচ্ছে তাঁরা এ বিষয়েও পাত্র পক্ষকে নিশ্চিত করেছিলেন যে পূর্ব নির্ধারিত দিনেই তামিলনাড়ুর নীলগিরি জেলার উধগমন্ডলমের একটি হোটেলে বিবাহ বাসরের অনুষ্ঠান আয়োজিত হবে। কিন্তু হলে কী হবে । অন্তিম সময়ে বাধ সাধলো তদন্তকারী অফিসারেরা । সূত্রের খবর অনুসারে জানা গিয়েছে মিঠুনের এই বিলাসবহুল হোটেলে বিবাহ অনুষ্ঠানের দিন আচমকাই তদন্তকারীরা উপস্থিত হয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর ফলস্বরূপ পাত্রীপক্ষ বিয়ে বাতিল করে দিয়ে ঐ হোটেল ছেড়ে বেড়িয়ে যায়। জানা গিয়েছে প্রবাদপ্রতিম অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলের মিমো’র বিরুদ্ধে অভিযোগ তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক ভোজপুরি অভিনেত্রীর সাথে গত চার বছর যাবত সহবাস করে চলেছিলেন । অভিযোগ এরপরে ঐ অভিনেত্রী গর্ভধারণ করলে খল নায়িকার ভূমিকায় দেখা যায় মিঠুনের স্ত্রী যোগিতা বালি’কে। কারণ যোগীতা বালি নিজের ছেলের চরিত্রের স্বচ্ছতা বজায় রাখতে ঐ ভোজপুরী অভিনেত্রীকে ওষুধ খাইয়ে গর্ভপাত করান। শুধু তাই নয় অভিযোগকারিণী জানিয়েছেন এই সময়ে যোগীতা বালি তাঁকে মিমো’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকিও দেন। এইসময়ে মানসিক ভাবে অত্যন্ত দুর্বল বোধ করে মুম্বই থেকে দিল্লি চলে যান তিনি। পরবর্তীতে মিমো ও তাঁর মায়ের বিরুদ্ধে দিল্লীর রোহিণী থানায় অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গতঃ গত সপ্তাহের শুরুর দিকে দিল্লীর এক আদালত জানায়, মিমো ও যোগিতার বিরুদ্ধে এফআইআর করার মতো যথেষ্ট প্রমাণ আছে। জানা যাচ্ছে ঐ সপ্তাহেই গ্রেফতারি এড়াতে বম্বে হাইকোর্টের স্মরণাপন্ন হয়েছিলেন মিমো ও তাঁর মা। বিচারক সেই আবেদন নাকচ করে জানায় এ নিয়ে ওঁরা দিল্লীর সংশ্লিষ্ট আদালতে গিয়ে আবেদন জানাতে পারেন। এদিন দিল্লীর আদালত এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মিমো এবং তাঁর মা যোগীতা বালি’র জামিন আবেদন মঞ্জুর করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!