এখন পড়ছেন
হোম > রাজ্য > মার্চেই পঞ্চায়েতের ‘মিনি সেমিফাইনালে’ নামছে বিজেপি ও তৃণমূল

মার্চেই পঞ্চায়েতের ‘মিনি সেমিফাইনালে’ নামছে বিজেপি ও তৃণমূল

সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগেই মার্চেই তা জয়ের প্রস্তুতিতে নামলো বিজেপি তৃণমূল। বলা যায় এটা তাদের কাছে মিনি সেমিফাইনাল।রাম নামে মত্ত হয়ে এবার মিছিলে নামছে তৃণমূল। গত বছর বিজেপি রাজ্য সভাপতি অস্ত্র হাতে রাম নবমী শোভাযাত্রা করেন। হিন্দু- সংগঠনের নেতারাত্ত অস্ত্র হাতে সামিল হয়েছিল জেলার বিভিন্ন অংশের রাম নবমী মিছিলে। ভদ্রেশ্বর, আসানসোল, খড়্গপুর ইত্যাদি এলাকার তৃণমূল কর্মীরাও স্থানীয়ভাবে এই মিছিলে যোগ দিয়েছিলো। কিন্তু এদিন দলনেত্রী নির্দেশ দিলেন আগামী ২৫ শে মার্চ কেন্দ্রীয় স্তরে রামনবমী মিছিলে যোগদান করতে হবে। গত বছর বহু জায়গাতে তৃণমূল কংগ্রেস ‘হনুমান জয়ন্তী ‘ পালন করেছে। মমতা ব্যানার্জীর কথায়, ”তিনি হিন্দু। বিজেপির কাছ থেকে হিন্দুত্ব শিখবেন না তিনি।” সূত্রের খবর জেলা সভাপতি অনুব্রত মন্ডলের নির্দেশনায় বীরভূমে শুরু হয়ে গেছে রাম নবমীর প্রস্তুতি। রাম নবমী উপলক্ষে গত বছর প্রশাসনিক অনুমতি না মেলায় বীরভূমের সিউড়িতে গোলযোগ বাঁধে। এদিকে সঙ্ঘ পরিবারের বিভিন্ন সংগঠনও রাম নবমী মিছিলে সামিল হতে প্রস্তুত। তৃণমূল কংগ্রেসের মতে, ”ধর্মীয় আচার পালনের অধিকার সবার রয়েছে।” বিষয়টিকে কৌতুক করে এদিন দিলীপ ঘোষ জানান, ”বিপদে পড়ে রাম নাম নিচ্ছে তৃণমূল কংগ্রেস।” মোটের ওপর রাম নবমীর আগে গেরুয়া শিবির এবং ঘাস ফুল শিবির দুইই ধর্ম রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন দেখার এতে পাল্লা ভারী হয় কোন দলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!